২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

পশ্চিম রেলের নিরপত্তার কারণে কর্মরত সাংবাদিকগণের সাথে এমন আচরণ কাম্য নয়

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: পশ্চিম রেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী পশ্চিম রেলের টেন্ডারকে কেন্দ্র করে বেশ কিছু দিন আগে হত্যার মতো ঘটনা ঘটে। নিরাপত্তার কথা চিন্তা করে উধ্বর্তন কর্মকর্তারা নড়েচড়ে বসেন। পরিচয়পত্র ব্যতিত ভিতরে প্রবেশে করানোর মতো নিয়ম করার চেষ্টা চলছে। গতকাল এমনই ঘটনার স্বীকার একদল সাংবাদিক। কোন নেটিশ ছাড়াই এমন নিয়মের কবলে পড়া সাংবাদিকরা বিব্রত। গণমাধ্যম কর্মীরা বিষয়টি রেলের জি এমকে বলেন। রাজশাহী পশ্চিম রেলের (জি. এম ) মিহির কান্তি গুহ বলেন, নিরাপত্তার কারণে নিরাপত্তা কর্মীদের আমি ভিজিটিং কার্ড বা পরিচয়পত্র দেখে প্রবেশ করানোর কথা বলেছি, এটাতো দোষের কিছু নেই। তবে এমন আচরণ কাম্য নয়। নিরাপত্তা কর্মীরা তাদের সাথে ভদ্র আচরণ করবে এমনটা আশা করি। বহিরাগতদের প্রবেশ নিয়ে আমরা চিন্তিত। সাংবাদিকগন তাদের পরিচয় দিতে বাঁধা কিসের? তাতে আমাদের জন্যও সুবিধা হয়। গতকালকের ঘটনায় আমরা বিব্রতও একই সাথে দূঃখিত।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ