২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলনমেলার নাম নিবন্ধন শুরু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আওয়ামী পরিবারের মিলনমেলার নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে এর উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জিনাতুন নেসা তালুকদার। এবার নবমবারের মতো এই মিলনমেলার আয়োজন করা হচ্ছে। রাজশাহী জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দলের সকল স্তরের নেতাকর্মীদের নিয়ে এর আয়োজন করেন। এবারও তার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এই মিলনমেলা। আগামী ৩১ জানুয়ারি রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় মিলিত হবেন আওয়ামী পরিবারের সদস্যরা। ২২ জানুয়ারি পর্যন্ত চলবে নাম নিবন্ধন কার্যক্রম। এর উদ্বোধনের সময় আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, দলের জাতীয় পরিষদের সাবেক সদস্য একেএম আতাউর রহমান খান, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলতাফ হোসেন, জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আক্তারুজ্জামান আখতার, নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল্লাহ খান, আওয়ামী পরিবারের মিলনমেলা-২০২০ এর আহ্বায়ক রফিকুজ্জামান রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ