১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে মেধাবী ছাত্র- ছাত্রীদের শিক্ষাবৃত্তি ও স্বাস্থ্য সেবা প্রদান! মাদারল্যান্ড নিউজ

এস আর টুটুল,(নিজেস্ব প্রতিবেদক):
রাজশাহী তানোর উপজেলায় ১৬/০৯/২০১৯ইং সোমবার এসএসসি ও এইচএসসি পরিক্ষায় A+ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচির আওতায় তানোর মুন্ডুমালা পৌরসভা ২য় এর উপকারভোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে হেলত ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
এতে তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাবা মোসাঃ নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাাড়ী) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক শিল্প প্রতিমন্ত্রী তানোরের কৃতী সন্তান জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে তরুণদের উদ্দেশ্য বলেন, স্বাস্থ্য সর্ব সুখের মূল ও শিক্ষা জাতির মেরুদন্ড। তাই নিজেদের স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকেই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের হাল ধরতে হবে। স্বাধীনতা বিরোধী কুচক্র মহলকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। সমাজে যারা ভালো কিছু করতে চাই তাদের শত্রুর অভাব নেই তাই তাদের হতে সাবধান। অবশেষে তিনি বাজে কথায় কান না দিয়ে সকলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কামরুজ্জামান চঞ্চল, তানোর উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তানোর এর যুবরাজ জনাব লুৎফর হায়দার রশিদ ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সফল সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জননেতা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।
আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, আওয়ামীলীগ, যুবলীগ সৈনিক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ আরও অনেকে।

প্রকাশিত : মাহবুব আলম জুয়েল

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ