১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহক সেবা অফিস উদ্বোধন।

সাফিয়ান স্বাধীন,(রাজশাহী)

আজ ২৭/০৯/১৯ শুক্রবার টেলিটক বাংলাদেশ লিমিটেড রাজশাহীতে গ্রাহক সেবার নতুন অফিস উদ্বোধন করেন,নগরীর পোষ্টাল একাডেমীতে অফিস উদ্বোধনের আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিল বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার ও সচিব জনাব অশোক কুমার বিশ্বাস আরও উপস্থিত ছিলেন টেলিটক বাংলাদেশ লিঃ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাবুদ্দিন, মহা ব্যবস্থাপক উপ মহা ব্যবস্থাপক (এস এন্ড ডি) সহ রাজশাহী জোনের সকল অফিসার।সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে মোস্তফা জব্বার বলেন,টেলিটক আমাদের ফোন,টেলিটককে এগিয়ে নিতে আমরা বদ্ধ্যপরিকর, এবং তিনি দেশের সকলকে টেলিটক ব্যবহারের জন্য বলেন।টেলিটক বাংলাদেশ লিঃ এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহাবুদ্দিন বলেন,বাংলাদেশে ৩ জি সর্ব প্রথম টেলিটকের হাত ধরে আসে,এবং খুব শীঘ্রই ৫ জিও আসছে টেলিটকের হাত ধরে।
টেলিটক বাংলাদেশ লিঃ নওগাঁ জেলার অফিসার মোঃ সেলিম উদ্দিন বলেন, টেলিটক বাংলাদেশের কোম্পানি,সামান্য দেরীতে চালু হলেও গ্রাহকের দ্বারে টেলিটক পৌছাতে খুব একটা দেরী করেনি, আমরা উন্নত প্রযুক্তির মাধ্যমে গ্রাহক সেবার মান উন্নয়নের চেষ্টা করে থাকি এবং টেলিটক ব্যবহারে গ্রাহকের অনাগ্রহ যেন না আসে তার জন্য আমরা উন্নত নেটওয়াকিং সার্ভিস ও সবচেয়ে কম কলরেট ও আকর্ষণীয় অফারের ব্যবস্থা করে থাকি। সব শেষে তিনি বলেন,আমরা সকলে টেলিটক ব্যবহার করি,দেশের অর্থ দেশে রাখি রাষ্ট্রের সুনাম অর্জনে সহায়তা করি।

প্রকাশিত: মাহবুব আলম জুয়েল

০১৭১১২৭০৪৩৩, ০১৫১১২৭০৪৩৩

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ