সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: আঞ্জুয়ারা নামে এক নারীর বিরুদ্ধে ভুক্তভোগী যুবকদের ৪ পরিবারের সদস্যরা বিভিন্ন প্রতারনার অভিযোগ করেছেন এবং তার প্রতিকারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন।
সোমবার বেলা ১২ টায় রাজশাহী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী (আসাম কলোনী) মোস্তফিজুর রহমান(২২) এর ভাই সাদ্দাম হোসেন, ভুক্তভোগী আবুল কালাম আজাদ রাসেল(পিতা মজিবুর রহমান, আসাম কলোনী) এর বড় ভাই আরিফুজ্জামান সোহেল, মোহাম্মদ ধোলুর(আসাম কলোনী) বড় ভাই মোহাম্মদ রকিব ও ঐ নারীর প্রাক্তন স্বামী আখতার হোসেন হীরা।
অভিযুক্ত নারী মোছাঃ আন্জুয়ারা (৩০) নগরীর ১৮ নং ওয়ার্ডের আসাম কলোনী রবের মোড়ের মোহাম্মদ আকবর আলীর মেয়ে।
ভুক্তভোগীদের অভিযোগে জানা যায়, আঞ্জুয়ারা প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের সাথে ফেসবুকে সম্পর্ক তৈরি করে, এক পর্যায়ে দৈহিক সম্পর্কের প্রলোভন দেখিয়ে মামার বাড়ীতে নিয়ে আটকে দেয়, পরে লোকজন জড়ো করে বিয়ে অথবা মোটা অংকের টাকা দাবি করে। পরে থানায় মামলা করে পুলিশ দিয়ে নগদ ২ লক্ষ টাকা অথবা চাকরি খেয়ে নেয়া-সহ নানান হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে।
অপর দুই ভুক্তভোগী আবুল কালাম আজাদ রাসেল ও মোহাম্মদ ধোলুও মেয়েটির প্রতিবেশী বলে জানা যায়। তাদের বক্তব্যেও একই কায়দায় অনৈতিক সম্পর্ক গড়ে তুলে সামাজিক হেনস্থা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।
এদিকে আঞ্জুয়ারার প্রাক্তন স্বামী আখতার হোসেন হীরা জানালেন, দেশে ফেরার পর একাধিক পুরুষের সাথে অনৈতিক যৌন সম্পর্কের কথা জানতে পেরে তাকে আমি ডিভোর্স দিয়েছি। এছাড়া তার সাথে বিয়ের পর বিদেশ থাকাকলীন পাঠানো ৭৩ লক্ষ ৭৯ হাজার টাকার ৪৪ লক্ষ টাকা আত্মসাৎ করে বাকী টাকায় নিজের নামে জমি ও গহনা কিনেছে। এসব টাকার হিসাব না দিয়ে উপরন্তু তার নামেই ৫ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।