২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে দুর্নীতি

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চলছে দুর্নীতি। অটোরাইস মিলের উৎপাদন সক্ষমতা না থাকা সত্ত্বেও সক্ষমতার সনদ দেয়া এবং চালকল মালিকদের সাথে যোগসাজেশ করে চাল সংগ্রহসহ নানা অনিয়ম চলছে সরকারের এই প্রতিষ্ঠানটিতে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের একটি অভিযানেই এসব অনিয়মের চিত্র ধরা পড়েছে।
বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল এই এনফোসর্মেন্ট অভিযান চালায়। অভিযান পরিচালনাকারী এই কর্মকর্তা জানান, খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে বেশ কিছু অনয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এসব বিষয় প্রতিবেদন আকারে ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর সেখান থেকে যে নির্দেশনা দেয়া হবে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ