সর্বশেষ সংবাদ
প্রকাশিত: মাহবুব আলম জুয়েল(সম্পাদক)
আলিফ হোসেন, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভায় এবার স্বচ্ছতার সঙ্গে হাট ইজারা সম্পন্ন হওয়ায় পৌরসভার নাগরিকগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরুন হতে চলেছে। স্থানীয়রা জানান, পৌরসবাসি দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল স্বচ্ছতার মাধ্যমে হাট ইজারা দিয়ে হাটের উন্নয়ন করার। কিন্তু পৌরসভার একশ্রেণীর দূর্নীতিবাজদের নেপথ্যে সহায়তায় একটি সিন্ডিকেট চক্র দীর্ঘদিন ধরে কোটি টাকা মূল্যর হাট নামমাত্র মূল্য ইজারা নিয়ে লুটপাট করে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা জানান, পৌরবাসির আবেদনের প্রেক্ষিতে ওমর ফারুক চৌধূরী এমপি মহোদয়ের কঠোর নির্দেশনার ফলে সিন্ডিকেট চক্র এবার হাট ধরে রাখতে ব্যর্থ হয়েছে। স্থানীয়রা প্রায় এক কোটি সাড়ে ১১ লাখ টাকায় হাটের ইজারা নিয়েছেন ২৯ জানুয়ারী মঙ্গলবার ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে ৭০ থেকে ৭৫ লাখ টাকায় হাটের ইজারা নিয়ে একটি সিন্ডিকেট চক্র লাখ লাখ টাকা লোপাট করেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার রাজস্ব আয়ের অন্যতম উৎস্য পৌর সদরের ঐতিহ্যবাহী মুন্ডুমালা হাট। কিন্তু পৌরসভার একশ্রেণীর দূর্নীতিবাজদের নেপথ্যে সহায়তায় দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট চক্র হাট নিজেদের নিয়ন্ত্রণে রেখে লাখ লাখ টাকা লোপাট করেছে। এদিকে মুন্ডুমালা হাট ওই সিন্ডিকেট চক্রের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার খবর ছড়িয়ে পড়লে হাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
অনেক দোকানী আবার নিজেদের মধ্যে মিস্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করেছে। আর হাটের নিয়ন্ত্রণ হারিয়ে সিন্ডিকেটের অনেক সদস্যর চোখেমূখে হতাশার ছাপ ফুটে উঠেছে। এব্যাপারে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও পৌর মেয়র গোলাম রাব্বানীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এব্যাপারে মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেন আগামি মিটিংয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, রি-টেন্ডারের চেস্টা করা হচ্ছে দেখা যাক কি হয়।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।