২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

এবারে তানোরের উন্নয়ন হবে দৃশ্যমান, স্বাধীনতা দিবসে ময়না! মাদারল‍্যান্ড নিউজ

মাহবুব আলম জুয়েল,(সম্পাদক): ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তানোরে বিভিন্ন মহলে শ্রদ্ধার সাথে নানা কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান পালিত হয়। তানোর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী গোলাম রাব্বীর সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ এর মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, খেলাধুলা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তানোর মহিলা কলেজ, সরনজাই উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে খেলাধুলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়নের সাবেক দুই দুই বারের চেয়ারম্যান, তানোর থানা যুবলীগের সভাপতি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশীদ ময়না। অনুষ্ঠানে অতি আনন্দের সাথে মালা পরানোর মাধ্যমে অতিথিদের বরণ করে নেয় স্কুল ছাত্র ছাত্রীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ময়না বলেন, এবারে তানোরের উন্নয়ন হবে দৃশ্যমান। জননেত্রী শেখ হাসিনা ও ওমর ফারুক চৌধুরীর সহযোগিতায় আমি তানোরকে মডেল ও পরিষ্কার পরিছন্ন হিসেবে গড়ে তুলবো। কিভাবে উন্নয়ন করতে হয় সে বিষয়ে বিগত দিনের যতেষ্ট অভিজ্ঞতা আমার রয়েছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার।তাই এ সরকার বারবার দরকার। তিনি আরও বলেন বিগত দিনে দীর্ঘদিন যাবত তানোর উপজেলাতে আমাদের দলীয় চেয়ারম্যান ছিল না, আল্লাহর অশেষ মেহেরবানীতে এবং আপনাদের সহযোগিতায় আমি নব‍্য উপজেলা চেয়ারম্যান হয়েছি, সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান না থাকায় এ চেয়ারের ক্ষমতা ও এ চেয়ারে বসে কি পরিমাণে উন্নয়ন করা সম্ভব তা হয়তো আপনারা বুঝতে পরেননি। তাই আমি যেহেতু এসেছি এ চেয়ারের মর্যাদা রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তানোর বাসীর হয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ