সর্বশেষ সংবাদ
জামি রহমান: রাজশাহীতে ২০১৯ সাল ছিলো বহু সমালোচনার বছর। এই বছরে ঘটেছে বিভন্ন অলোচিত ঘটনাও। আবার এসব ঘটানর জন্ম দিয়েছে সমালোচনারও। তবে বেশ কিছু ঘটনা নিয়ে রাজশাহীতে পুরো বছরই ছিলো সমালোচিত। পুরো বছরে রাজশাহীর ঘটনার দিকে নজর ছিলো সারা দেশের। এমনি এখানকার ঘটানর জন্যই গঠনও করা হয়েছে বিভিন্ন তদ কমিটিও। এক নজরে দেখে নেওয়া যাক সেইসব আলোচিত ঘটান।
রাজশাহীতে সবচেয়ে সমালোচিত হয় অপরাধী না হয়েও সজল মিয়ার দেড় মাস কারাভোগ, ছাত্রলীগের অধ্যক্ষকে পানিতে ফেলে দেওয়া, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, চিকিৎসা অবহেলায় রোগীর আত্মহত্যা, প্রকাশ্য জামায়াত মিছিল, বিরোল চুল ওঠা রোগ, পাওনা টাকা চাওয়ায় দোকানি খুন, পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক, গুজবে লবনের দাম বৃদ্ধি, পদ্মা সেতুতে মাথা লাগবে ছিলো আলোচিত ঘটনা।
অপরাধী না হয়েও কারাভোগঅপরাধী না হয়েও নগরীর বোয়ালিয়া থানাধীন ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার তোফাজ উদ্দিনের পুত্র ডাব বিক্রেতা সজল মিয়া নামে এক ব্যক্তির প্রায় দেড় মাস কারাভোগের বিষয়টি ছিল বিগত বছর রাজশাহীসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত ঘটনা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নারী শিশু আইনের একটি মামলায় সজলের বড় ভাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম ওরফে ফজলের পরিবর্তে সজলকে ফজল বলে দীর্ঘ ১০ বছর পর শাহমখদুম থানা পুলিশ ২০১৯ সালের ৩০ এপ্রিল গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করলে তাকে
কারাগারে প্রেরণ করা হয়।এই মামলায় আদালত ২০০৯ সালের ২৮ আগস্ট সেলিম ওরফে ফজলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৬(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং অপর আসামিদের খালাস দেন।
পলিটেকনিকের অধ্যক্ষকে পানিতে নিক্ষেপঅধ্যক্ষকে টেনেহিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনাও ছিলো বছরের আলোচিত বিষয়। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার (২ নভেম্বর) দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। পরে অন্যান্য শিক্ষকরা অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে উদ্ধার করে।
রাজশাহীতে লবণ দাম বৃদ্ধিসারাদেশে পেঁয়াজের পাশাপাশি গুজবে যুক্ত হয়েছে লবণ। লবণের প্রতি কেজি হবে ১৫০ থেকে ২০০ টাকা এমন গুজবে ভাসছে পুরো দেশ। এ গুজবে কান দিয়ে রাজশাহীর বাজারে শুরু হয়েছে লবণ কেনার ধুম। বাজারের টান দেখে দোকান মালিকরা লবণ গুদামে মজুত করতে শুরু করেছেন। রাজশাহীর বাজারে প্যাকেটজাত প্রতি কেজি লবণের দাম ৩০ টাকা। ক্রেতার ভিড় দেখে কোনো দোকানি কেজিতে ১০ টাকা করে বেশি নেওয়া শুরু করেছেন।
থানার সামনে গায়ে আগুন দিলেন কলেজছাত্রী২৮ সেপ্টেম্বও স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন এক কলেজছাত্রী। তবে পুলিশ সেই অভিযোগ না নিয়ে কলেজছাত্রীকে ফিরিয়ে দেয়। আর সেই ক্ষোভে থানার সামনেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় কলেজছাত্রী। শনিবার দুপুরে রাজশাহী নগরীর শাহমুখদুম থানার সামনেএই ঘটনা ঘটে।
দগ্ধ কলেজ ছাত্রীর নাম লিজা (১৯)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধানপাড়া এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের পালিত মেয়ে। লিজা রাজশাহী মহিলা কলেজের বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্রী। নগরীর পবাপাড়া এলাকার একটি মেসে থাকতেন তিনি। লিজার সহপাঠী ও তার বান্ধবীরা জানান, গত ২০ জানুয়ারি লিজার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খানদুরা গ্রামের খোকন আলীর ছেলে ও রাজশাহী সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেনের (২০) বিয়ে হয়। পরিবারকে না জানিয়েই সাখাওয়াত হোসেন লিজাদের গোবিন্দগঞ্জের বাড়িতে গিয়ে বিয়ে করেন। সাখাওয়াতও রাজশাহীতে একটি ছাত্রাবাসে থাকেন। জানা গেছে, বিয়ের পর কিছুদিন স্বামী-স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকলেও পরে কলহ-দ্বন্দ্ব শুরু হয়। পরিবারের সম্মতি না পাওয়ায় সাখাওয়াত লিজাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেননি। এক পর্যায়ে সাখাওয়াত স্ত্রী লিজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন।
রুয়েট ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অটোচালক গ্রেফতাররাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রীকে চলন্ত অটোরিকশার মধ্যে যৌন হয়রানি করে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অটোচালক শামসু ডলার সুমন নগরীর ভেড়ীপাড়া এলাকার মৃত আমান উল্লাহ রেন্টুর ছেলে।
এর আগে গত ১৯ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় রাজশাহীর নগর ভবন এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর ওই ছাত্রী নিজেই তার ফেসবুকে ঘটনাটি তুলে ধরেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখে তিনি এই প্রতিবাদ করেন।যৌন হয়রানির কোনো বিচার হবে না এমন ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন। তার ফেসবুকে ঘটনাটি তুলে ধরার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পরদিন ২০ আগস্ট তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।
পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরাজশাহীর বাঘায় চুরি আতঙ্কে দিনেও লাঠি হাতে নিয়ে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন দানেশ মণ্ডল নামের এক চাষী। মঙ্গলবার আড়ানী হামিদকুড়া গ্রামের মাঠে পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে দেখা যায়। এ বিষয়ে হামিদকুড়া গ্রামের দানেশ মণ্ডল বলেন, অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে পেঁয়াজের। তাই দিনের বেলাতেও পাহারা দিতে হচ্ছে। এ ছাড়া রাত জেগেও পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে।
তিনি বলেন, এ বছর আমি এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। চড়া দামের কারণে পেঁয়াজ চুরির ভয় বেশি। তাই দিনেও পাহারা দিতে হচ্ছে। তবে বিগত বছর এভাবে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হয়নি বলে জানান তিনি।
পাওনা টাকা চাওয়ায় খুনরাজশাহী মহানগরীতে পাওনা টাকা চাওয়ায় রমজান আলী (২৮) নামের এক দোকানি খুন হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে নগরীর মালদা কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রমজান আলী ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। মালদা কলোনি ঈদগাহ মাঠ এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন তিনি। অভিযুক্ত মো. সোহেল (২৮) একই এলাকার আরমান আলীর ছেলে। তিনি নিহত রমজানের বন্ধু ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।
নতুন ছকে ফিরছে জামায়াতদীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে কোণঠাসা রাজশাহীর জামায়াত। রাজনৈতিক কর্মসূচিতে প্রকাশ্যে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। তবে এবার নতুন ছকে এগুচ্ছে দলটি। সর্বশেষ প্রকাশ্য তারার মিছিল বেরও করে রজপথে। যেকোনো মূল্যে মাঠের রাজনীতিতে ফেরা। আর এজন্যই নেতৃত্বে আনা হয়েছে পরিবর্তন। নগরীতে গড়ে তোলা হয়েছে অন্তত ছয়টি আলাদা প্রভাব বলয়। দিন দিন শক্তি বাড়ছে এসব বলয়ে।
চিকিৎসা অবহেলায় রোগীর আত্মহত্যাচিকিৎসা অবহেলায় রামেক হাসপাতালে রোগীর আত্মহত্যা নতুন ছকে রাজশাহীর রাজনীতিতে ফিরছে জামায়াত রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় দোকানি খুন পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জেসমিন খাতুন (২৭) নামে এক রোগী আত্মহত্যা করেছেন। চিকিৎসা অবহেলা সইতে না পেরে মঙ্গলবার গভীর রাতে হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়েন তিনি।
নিহত জেসমিন খাতুন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে আসাদুল ইসলামের স্ত্রী। জন্ডিসে আক্রান্ত জেসমিনকে গত ১৩ নভেম্বর রামেক হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। স্বজনদের দাবি- হাসপাতালের চিকিৎসা অবহেলায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন জেসমিন। আর এ কারণেই তিনি আত্মহত্যা করেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি- নিহত জেসমিন মানসিক ভারসাম্যহীন ছিলেন।
রাজশাহী পলিটেকনিকে ছাত্রলীগের টর্চার সেলরাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের অপকর্ম চলছিল অনেকটা প্রকাশ্যেই। এ নিয়ে শিক্ষক কিংবা শিক্ষার্থীরা মুখ খোলার সাহস পাননি। অনেকটা নীরবেই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হচ্ছিলেন শিক্ষার্থীরা। ছুতো পেলেই তাদের ওপর অমানবিক নির্যাতন চালাতো ছাত্রলীগ নেতাকর্মীরা। অধিকাংশ সময়ই চাঁদা আদায়ে নেয়া হতো টর্চার সেলে।
এমনই একটি টর্চার সেলের সন্ধান মিলেছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে। গতকাল রোববার বিকেলে কারিগরি শিক্ষা অধিদফতরের তদন্ত কমিটি এ টর্চার সেলের সন্ধান পায়। পলিটেকনিকের পুকুরের পশ্চিম পাশের ভবনের ১১১৯ নম্বর কক্ষে এ টর্চার সেল থেকে লোহার রড, পাইপ ও লাঠি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করেছে পুলিশ।
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নামবীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের রাজাকারের তালিকায় নাম প্রকাশ নিয়ে বেশ আলোচিত হয় রাজশাহী। বীর মুক্তিযোদ্ধা গোলাম আরিফ টিপুসহ মুক্তিযুদ্ধের সংগঠকদের রাজাকারের তালিকায় নাম প্রকাশ করায় নিন্দা ও হেন কাজের জন্য দোষীদের শাস্তি দাবি জানান মুক্তিযোদ্ধা সহ অনান্য সংগঠন গুলো। এ নিয়ে টিপু বেশ কয়েকটি মামলা করারও পুস্তুতি নেয় তিনি।
প্রথমবারে মত রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে টালমাটালচলতি বছরে অন্যতম আলোচিত বিষয় ছিল ডেঙ্গু। এতে প্রথমবারে মত বেশি সংখ্যক রোগীর মোকাবিলায় রাজশাহী মেডিকেল বেশ হিমসিম খায়। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের এতটা বাইরে চলে যায় যে, ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো রোগীদের চাপ সামলাতে পারছিল না। তাই তাদের রামেকে হাসপাতালে পাঠানো হয়। চলতি বছর রামেকে চিকিৎসা নেয় প্রায় ৯ শত ৯ জন। এছাড়াও মৃত্যু বরণ করেন ৩ জন। রামেকে ছিলো না ডেঙ্গ পরীক্ষা করার মত কিটও। এছাড়াও পরীক্ষা-নীরিক্ষাও করানো হয় বাহিরে। এছাড়াও ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে এসে ট্রেনিংও দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গু মশার লার্ভাও পাওয়া যায় রাজশাহীর বিভন্ন স্থানে।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।