১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

সৃষ্টির ভাইস চেয়ারম্যান হওয়ায় মুন্না ভাইকে অভিনন্দন ।

স্টাফ রিপোর্টার:

অভিনন্দন অভিনন্দন শাহাদাৎ হোসেন মুন্না ভাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

মানবাধিকার সংস্থা ‘সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটি’র ভাইস চেয়ারম্যান হলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব শাহাদাৎ হোসেন মুন্না। গত রোববার মানবাধিকার সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সভায় সবর্সম্মতিতে সংগঠনটির চেয়ারম্যান আনোয়ার ই তাসলিমা তাকে এই দায়িত্ব অপর্ন করেন।মাদারল্যান্ড নিউজ পরিবারের পক্ষ থেকে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

শাহাদাৎ হোসেন মুন্না বাংলাদেশ ক্যাবল টিভি দশর্ক ফোরামের মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে বিভিন্ন সমাজ সেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত আছেন তিনি।

মুন্না বলেন, ‌`মানুষ হিসেবে আমাদের সবার দায়িত্ব সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। একই সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমরা সবাই যার যার স্থান থেকে অসহায় মানুষের পাশে একটু সহায়তার হাত বাড়ালেই তারা ফিরে পাবে নতুন জীবন।’

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ