সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: দুই দশকের অভিনয় ক্যারিয়ারে দর্শকের কাছে এখনো বেশ জনপ্রিয় নায়িকা পপি। সম্প্রতি ফিল্ম ক্লাবের নির্বাচনে কার্য নির্বাহী সদস্য পদে জয় পেয়েছেন। আর নতুন বছরের শুরুতেই নতুন সিনেমাতে কাজ করার খবর জানালেন ঢালিউডের এই তারকা। পপি গতকাল বলেন, নতুন বছরটা খুব ভালোভাবেই শুরু করতে চাই। নতুন বছরের প্রথম দিনে শাহীন সুমন পরিচালিত একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। ছবির নাম ও আমার বিপরীতে কে অভিনয় করবেন তা কয়েকদিন পর জানাবো। সিনেমাটি প্রযোজনা করছে নামি একটি প্রযোজনা প্রতিষ্ঠান। ভালো গল্পের একটি সিনেমা হতে যাচ্ছে এটি। চমক দেয়ার মতো আরো একটি খবর আছে। সেটাও কয়েকদিন পরই জানাবো। পপি আরো বলেন, নতুন বছরে ভালো কিছু সিনেমা দর্শকদের উপহার দিতে চাই। আর ফিল্ম ক্লাবের সদস্য হয়ে প্রথমবার নির্বাচন করেই জয় পেয়েছি। এটা আমার জন্য সত্যি ভালোলাগার বিষয়। এজন্য ক্লাবের সকলকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ভালো কিছু কাজ এই ক্লাবের জন্য করতে চাই। এদিকে পপি অভিনীত আরো তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’, কাজী আমিনুল ইসলামের ‘সেভ লাইফ’, আরিফুর জামান আরিফ পরিচালিত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ছবিতে অভিনয় করেছেন পপি। এরমধ্যে ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ এরইমধ্যে শেষ হয়েছে। এ সিনেমায় তার বিপরীতে আমিন খান অভিনয় করেছেন। এ ছাড়া বাকি দুটি সিনেমার কাজ কিছুটা বাকি রয়েছে। তবে শিগগিরই তা শেষ হবে বলে জানা যায়। বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন পপি। অনন্য মামুনের ‘ইন্দুবালা’ ওয়েব সিরিজে প্রথম অভিনয় করেন তিনি। সিনেস্পট এর অ্যাপে এটি প্রচার হয়। ‘ইন্দুবালা’ প্রচারের পর বেশ সাড়া পান তিনি। এরপর তৌহিদ মিটুলের পরিচালনায় ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজেও মূল চরিত্রে কাজ করেন এ নায়িকা।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।