২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর তানোর থেকে Crime investigation-CIT এর পথ চলা শুরু। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড ডেস্ক: গত এপ্রিল/২০১৯ইং একটি মাদকের প্রতিবেদনের মাধ্যমে রাজশাহী তানোর উপজেলা থেকে যাত্রা শুরু করে Crime investigation-CIT। Crime investigation-CIT মুলত হচ্ছে crimenews24.net এর একটি অনুসন্ধানী টিম।

Crimenews24.net এর প্রকাসক ও সম্পাদক মোঃ সাকিব হাসানের অনুমতিতে রাজশাহীর তানোরে Crime Investigation-CIT টিম পরিচালন করছে ক্রাইম রিপোর্টার মোঃ জাহিদ হাসান সাথে আছে তানোর প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন ও ক্যামেরা ম্যান আকাশ আলী সাথে আরো রয়েছে বিভিন্ন শিক্ষক সহ সাধারন মানুষের অফুরান্ত ভালোবাসা।

জানা যায় Crime Investigation-CIT এর মুল লক্ষ মাদক, বাল্যবিবাহের মতো জঘন্য অপরাধ গুলো দেশ জাতির কাছে প্রকাশ করা যেন প্রশাসোন দ্রুত ব্যবস্থা গ্রহন করে এবং সবাই যেন এই অপরাধ করা থেকে বিরত থাকে। Crime Investigation-CIT কারো কাছে কোন প্রকার দাবি রাখে না চায় সবার ভালোবাসা।Crime investigation-CIT মোনে করে সবার ভালোবাসা দিয়ে সবার কাধে কাধ মিলিয়ে সব ধরনের অপরাধ গুলো প্রকাশ করা সম্ভব।

CIT Link -https://www.facebook.com/cit2019

https://www.youtube.com/channel/UCLNTTkCvsb6HNYONnvpL_cA?view_as=subscriber

Crime Investigation-CIT সকল কথা বিবেচনা করে সমাজের মধ্যে ঘটে যাওয়া সকল অপরাধ গুলো দেশ ও জাতির সামনে প্রকাশ করার লক্ষে কাজ করছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ