২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে এসে দূর্বৃত্তদের হামলার শিকার বদলগাছীর সাংবাদিক দুলু! মাদারল্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সুদ ব্যাবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধনের খবর সংগ্রহ করতে এসে বদলগাছী প্রেসকাবের সভাপতি,দৈনিক করতোয়ার বদলগাছী উপজেলা প্রতিনিধি এবং কালের কন্ঠ পত্রিকার মহাদেবপুর- বদলগাছী উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলু দূর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।

সাংবাদিক এমদাদুল হক দুলু

শনিবার সকালে মহাদেবপুরে সুদখোরদের বিরুদ্ধে অায়োজিত মানববন্ধনের খবর সংগ্রহ করে দুপুরে বদলগাছী বাড়ি ফিরার পথে মাতাজিহাট রোডের সারাসন মোড় নামক স্থানে অজ্ঞাতনামা ৪জন ২টি মোটর সাইকেল আরোহী তার উপর হামলা চালায় । দূর্বৃত্তদের অতর্কিত হামলায় তিনি গুরুত্বরভাবে জখম হন। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি জানাজানি হলে মুহুর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষীদের দ্রুত অাটক করে অাইনের অাওতায় অানতে নওগাঁর সাংবাদকর্মীরা জোর দাবি জানান।

অাহত এমদাদুল হক দুলু মহাদেবপুর থানায় দূর্বৃত্তদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করবেন বলে জানিয়েছেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি খুবই দু:খজনক। দোষীদের অতিদ্রুত অাইনের অাওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।#

প্রকাশিত: মাহবুব জুয়েল

24/08/2019

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ