২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আবহাওয়া বার্তা পাঠাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ ।। মাদারল্যান্ড নিউজ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বজ্রপাত-ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগসহ আবহাওয়ার সামগ্রিক বিষয়ে বার্তা পাঠাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নির্মাণের ঘোষণা দিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেশন সেন্টারে ব্র্যাক হিউম্যানেটেরিয়ান প্রোগ্রামের আয়োজনে বজ্রপাত ঝুঁকি নিরসন ও করণীয় শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহসিন, ব্র্যাক হিউম্যানেটেরিয়ান প্রোগ্রামের পরিচালক সাজেদুল হাসান, বুয়েটের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্ল্যাট বিভাগের অধ্যাপক এ কে এম সাইফুল ইসলাম, আবহাওয়াবিদ ড. মো আব্দুল মান্নান, স্ট্রাক ফান্ডের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রিসার্চ ফেলো ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ