সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর একটি মাদরাসা ও একটি মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার দুপুরে তিনি এ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সকালে প্রথেেম তিনি রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কোন বিকল্প নেই। তেমনি মানসম্মত শিক্ষা ব্যবস্থারও কোন বিকল্প নেই। এ দুটি বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। তিনি বলেন, বিশ্বের যে দেশগুলোই উন্নতির শিখরে পৌঁছেছে তারা প্রত্যেকেই শিক্ষার ক্ষেত্রে উন্নত ছিলো। আমাদেরকেও উন্নতির দিকে এগিয়ে যেতে হলে শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, আমি এই মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন করেছি। এবার যেন শিক্ষার মান উন্নত হয় সেই দিকটি আপনারা নিশ্চিত করবেন।এ সময় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এইচএম শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ জাকীর হোসাইন, প্রভাষক ইশাহক আলী, ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার কামাল, সহ-সভাপতি সিরাজি শওকত সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নগরীর সাইরগাছা জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় নির্মাণ কাজ যেন দ্রুত শেষ হয় তার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মসজিদের ইমাম বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।