২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

মসজিদ-মাদরাসা ভবন নির্মাণের উদ্বোধন করলেন বাদশা

স্টাফ রিপোর্টাররাজশাহী মহানগরীর একটি মাদরাসা ও একটি মসজিদের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। শনিবার দুপুরে তিনি এ দুটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। সকালে প্রথেেম তিনি রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের কোন বিকল্প নেই। তেমনি মানসম্মত শিক্ষা ব্যবস্থারও কোন বিকল্প নেই। এ দুটি বিষয় মাথায় রেখেই আমাদের সামনে এগোতে হবে। তিনি বলেন, বিশ্বের যে দেশগুলোই উন্নতির শিখরে পৌঁছেছে তারা প্রত্যেকেই শিক্ষার ক্ষেত্রে উন্নত ছিলো। আমাদেরকেও উন্নতির দিকে এগিয়ে যেতে হলে শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, আমি এই মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন করেছি। এবার যেন শিক্ষার মান উন্নত হয় সেই দিকটি আপনারা নিশ্চিত করবেন।এ সময় রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এইচএম শহীদুল ইসলাম, উপাধ্যক্ষ জাকীর হোসাইন, প্রভাষক ইশাহক আলী, ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার কামাল, সহ-সভাপতি সিরাজি শওকত সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে দুপুরে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নগরীর সাইরগাছা জামে মসজিদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় নির্মাণ কাজ যেন দ্রুত শেষ হয় তার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তার সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, মসজিদের ইমাম বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ