২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগ নেতা নাঈম-আসাদ কারাগারে চাঁদাবাজি মামলায়

নিজস্ব প্রতিনিধি: কোচিং সেন্টারের পরিচালকের নিকট চাঁদা দাবি ও ভাংচুর মামলায় রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ও সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আসাদকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভিন্ন ভিন্ন অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
এদের মধ্যে নাইমুল হাসান নাঈমকে সিএনবির মোড় এলাকা ও আসাদকে রাজশাহী সিটি কলেজ এলাকা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালিয়া বোয়ালিয়া মডেল থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।
ওসি বলেন, কোচিং পরিচালকের থেকে চাঁদা দাবি ও ভাংচরের ঘটনায় গত রোববার সোনাদিঘীর মোড় এলাকার ইউনি কেয়ার কোচিংয়ের পরিচালক রায়হান হোসেন বাদি হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এর পর তদন্ত শেষে গত মঙ্গলবার দুপুরে মামলা করা হয়। ওই মামলায় আসামি রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম, আসাদ ও মারুফ। এছাড়া অজ্ঞাত তিন আসামি রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম, আসাদ ও মারুফসহ আরো বেশ কয়েকজন কোচিংটির কাছ থেকে দির্ঘদিন থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এর আগেও তারা বিভিন্নভাবে এই কোচিংয়ের কাছ থেকে চাঁদা আদায় করেছেন। কিন্তু এবার চাঁদা দিতে রাজি না হওয়ায় গত রোববার রাত ৮টায় নাইম ও তার অনুসারীরা কোচিং সেন্টারে ভাংচুর চালায়।
কোচিংয়ের পরিচালক রায়হান বলেন, গত বৃহস্পতিবার আসাদ ও মারুফ এসে তিন হাজার টাকা চাঁদা নিয়ে যায়। সেদিন তারা কোচিংয়ের জানালা, টেবিল, চেয়ার ভাংচুরের পাশাপাশি এক কর্মচারীকে মারধরও করে। এরপর গত রোববার আবার তারা চাঁদা দাবি করে। তখন আমি টাকা দিতে অস্বীকৃতি জানাই। নাইম জানায় টাকা না দিলে কোচিং ভাংচুর করা হবে। আমিও তাকে বলি ভাংচুর করলে আমিও প্রতিহত করার ব্যবস্থা করব। কিন্তু গত রোববার আমার অনুপস্থিতিতে কোচিংয়ের গেইট ভাংচুর করে যায় নাইম, আসাদ ও মারুফসহ অনেকেই। পরে আমি থানায় অভিযোগ করি।
বোয়ালিয়া থানার (ওসি) কর্মকর্তা নিবারণ চন্দ্র বর্মণ বলেন, কোচিং ভাংচুরের ঘটনায় তারা ৩০ হাজার টাকা দাবি করে। এ ঘটনায় বুধবার দুপুরে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইমুল হাসান নাঈম ও ও সিটি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা আসাদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ