সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, যারা ডাকসুতে এসে হামলা করেছে তারা কেউই পরিচিত মুখ নয়, সবাই অপরিচিত।
যদিও এর দায় নিতে রাজি নয় ছাত্রলীগ। ছাত্রলীগ নেতারা বলছেন, আমাদের কোনো কর্মীই ডাকসুর মতো একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর মানসিকতা রাখে না। এছাড়া, যারা হামলা করেছে তাদের প্রত্যেকেই বহিরাগত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হকের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের আহবান জানিয়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিপি নুরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা, বিশেষ করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা ডাকসু ভবনের ভিতরে নির্মমভাবে প্রহার করছে। এতে তারা মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহবান জানাচ্ছি।
এমন প্রেক্ষাপটে অভিযোগ উঠেছে, মূলত ভিপি নুরের প্রতি হামলায় এইসব ছক কষছে বিএনপি। অনেকেই বলছেন, এসবের কলকাঠি নাড়ছে বিএনপি আর অভিযোগ করছে নুর। নইলে হামলার সঙ্গে কারা জড়িত তার সুনির্দিষ্ট প্রমাণ না পেয়েও একটি ভিত্তিহীন অভিযোগের প্রেক্ষিতে একটি বড় রাজনৈতিক দলের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই না।
এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত নয়। সেখানে শিবিরের লোকজনের উপস্থিত ছিলো।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।