২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীর সাবেক এমপি মুক্তিযোদ্ধা দুরুল হুদা আর নেই- মাদারল্যান্ড নিউজ পরিবারের পক্ষ থেকে শোক বার্তা

নিজস্ব প্রতিনিধি:  রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা দুরুল হুদা আর নেই। রোববার দিবাগত রাতে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। দুরুল হুদা রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকার বাসিন্দা ছিলেন দুরুল হুদা। ১৯৫৫ সালে তার জন্ম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মোল্লাটোলা গ্রামে। ১৯৯০ সালে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন সময় তিনি উপমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত ছিলেন। দায়িত্ব পালন করেছেন রাজশাহী মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবেও। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা ইউনিট কমান্ডের কমান্ডার ও ঢাকা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। তার জানাযার নামাজ সোমবার বিকালে নগরীর হেতেমখাঁ কাদিরগঞ্জ হাজী লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নগরীর হেতেম খাঁ গোরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার গভীর শোক প্রকাশ করেছেন। তারা দুরুল হুদার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। এছাড়াও মাদারল্যান্ড নিউজের পক্ষ থেকে সম্পাদক মো: মাহবুব আলম জুয়েল শোক প্রকাশ করেছেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ