১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে সবুজে ভরা বুরো খেত।।বাম্পার ফলনের আশা কৃষকের। মাদারল‍্যান্ড নিউজ

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় দিগন্ত জুড়ে বয়ছে বোরো ধান ক্ষেতে সবুজের সমারোহ। সবুজে  দোল খাচ্ছে বোরো ধানের ক্ষেত। রোপণ ও পরিচর্যার কাজ শেষ চলছে শুধু কীটনাশক প্রয়োগ। সবুজ রংয়ের ধান ক্ষেতগুলো রৌদ্রে চিক চিক করছে। কামারগাঁ ইউনিয়নের হাতিশাইল গ্রামের আব্বাস আলী বলেন, চলতি বোরো মৌসুমে সার তৈল এর দাম বৃদ্ধি না পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ আগের চেয়ে বেশি না হওয়ায় তারা খুব খুশি। কৃষি কর্মকর্তারাই নয় মাঠের ফসল যাদের হাত ধরে সেই কৃষকরাও স্বপ্ন দেখছেন বোরোতে সোনালী ফলনের। ফাল্গুনের হাওয়ায় মাঠে দোল খাচ্ছে কৃষকের সেই সোনালী স্বপ্ন। আর বরেন্দ্র অঞ্চলের কৃষকরা শুধু ভাল ফলনই নয় সেই সঙ্গে পুরনো ক্ষতি কাটাতেও সর্বোচ্চ চেষ্টা করছে। সরকারের সহযোগিতা ও নিজেদের শ্রমে সেই ক্ষতি কাটাতে পারবে এমন প্রত‍্যাশাও কৃষকদের।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ