২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক কামাল এবং ছাত্র সুমন নিহত!

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেল অারোহী সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল এবং ছাত্র সুমন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১২টার দিকে উপজেলার নীলকুঠি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কামাল (৪০)এবং ছাত্র সুমন (১১)।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ মোড় থেকে সতিহাটের দিকে অাসার পথে নওগাঁ-রাজশাহী মহাসড়কের নীলকুঠি নামক স্থানে পৌঁছে নওগাঁ অভিমূখে যাওয়ার সময় পেছন থেকে অাসা রাজশাহী হতে নওগাঁগামী একটি হানিফ পরিবহনের বাসটি মোটরসাইকেলর পেছনে সজোড়ে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহতাবস্থায় মোটরসাইকেল অারোহী দুজনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন ছাত্র- শিক্ষক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।#

 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ