২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

চাচার সঙ্গে বিরোধে প্রাণ গেল ভাতিজার

দিনাজপুরের বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আনিছুর রহমান আনিস নামে (৪০) এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। বুধবার সকালে উপজেলার রাক্ষসী নদী থেকে পুলিশ আনিসের মরদেহ উদ্ধার করে।

নিহত আনিছুর রহমান আনিস বোচাগঞ্জ উপজেলার ২ নং ইশানিয়া ইউনিয়নের মহবতপুর গ্রামের মো. রফিক উদ্দিনের ছেলে ।

আটকরা হলেন- নিহতের চাচা রমজান আলী কালু (৬০), চাচাতো ভাই আব্দুল কাদের গনি (২৮) , আব্দুর রহমান (১৬) ও সাগর (১৪) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিছুর রহমান আনিসের সঙ্গে তার চাচা রমজান আলীর দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলে আসছিল। গত মঙ্গলবার তিনি তার চাচা রমজান আলী কালুকে হত্যার হুমকি দেন। ফলে কালুসহ তার লোকজন আনিসকে একটি লিচু বাগানে নিয়ে গিয়ে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে ফিরে আসে। বুধবার সকালে আনিসের মরদেহ রাক্ষসী নদীর পাড়ে দেখতে পেয়ে একালাবাসী বোচাগঞ্জ থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ