২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে রাতের আধারে বঙ্গবন্ধু পরিষদ নামকরণ ঘর ভাঙচুর। মাদারল্যান্ড নিউজ

তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী তানোরে ধানুরা ফুটবল মাঠের পূর্ব পাশে বঙ্গবন্ধু পরিষদ নামে একটি অফিস ঘর ছিল উক্ত অফিসে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করা হত। গত  ১৩/০৮/২০১৯ইং তারিখে রাএী আনুমানিক ৮ ঘটিকার সময় বঙ্গবন্ধু পরিষদ নামকরণ ঘরটি ভেঙে চুরমার করে দিয়ে রাতের আধারে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং অফিসের ভিতরে থাকা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সহ ফার্নিচার ফেস্টুন ব্যানার ও অফিস পরিচালনার আসবাবপত্র রাতের আঁধারে সরিয়ে নেয়।

উল্লেখ্য যে এ বিষয়ে তানোর থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।  আসামি ১। মোঃ আহসান হাবীব, পিতা মৃত জমির উদ্দিন ২।মোঃআফরোজ,পিতা মোঃলাল মোহাম্মদ ৩। মোঃ নজরুল ইসলাম পিতা মৃত লবির ৪।মোঃ লিটন, পিতা মোঃ দিয়ানত আলি, সকলের গ্রাম-ধানোরা, থানা-তানোর, জেলা রাজশাহী অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে  অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি করেন কামারগাঁ ইউনিয়নের যুবলীগের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি গোলাম আগা খান।  তিনি বলেন, গত ১৩/০৮/২০১৯ তারিখে আহসান হাবীব, আফরোজ,  নজরুল, লিটন সহ চার পাঁচ জন এসে অফিস ভাঙচুর করে। তাদেরকে বাধা দিতে গেলে তারা দা কুড়াল দেশীয় অস্ত্র দেখিয়ে যে সামনে আসবে তাকে প্রাণে মেরে ফেলবো বলে হুমকি দেয় । এ বিষয়ে কামারগাঁ ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বলেন যারা এই বঙ্গবন্ধু পরিষদ নামকরণ ঘর ভাঙচুরের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক
তথ্য ও চিত্র: সোহেল রানা ও বেনজির আহমদে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ