১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আ’লীগের মাস্টার ট্রেইনার হলেন রাবির সাবেক ছাত্রলীগ নেতা চঞ্চল

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশ আওয়ামী লীগের মাস্টার ট্রেইনার হিসেবে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের স্বীকৃতি পেয়েছেন কামরুজ্জামান চঞ্চল। দলীয় নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখার জন্য এ স্বীকৃতি পান তিনি। বুধবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এইচ টি ইমামের কাছ থেকে মাস্টার ট্রেইনার হিসেবে সনদ ও সম্মাননা স্মারক গ্রহণ করেন কামরুজ্জামান চঞ্চল। সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের আভ্যন্তরীণ গণতন্ত্র ও নেতৃত্বের বিকাশে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এক ট্রেইনিং অব ট্রেইনারস প্রোগ্রামের আয়োজন করে। উক্ত প্রোগ্রামে দলীয় নেতৃত্ব বিকাশে বিশেষ অবদান রাখার জন্য ১২৬ জন মাস্টার ট্রেইনার হিসেবে স্বীকৃতি পান। জানা গেছে, কামরুজ্জামান চঞ্চল ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদকও। সর্বশেষ তিনি বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শরীর চর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ