২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় মাতৃভাষা দিবস উপলক্ষে র‌্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় ঐতিহ্যবাহী হাট চৌবাড়িয়া কলেজ মাঠে বেসরকারী সংস্থা জোতি, চৌবাড়িয়া গবাদি প্রাণী, চৌবাড়িয়া সঞ্চয় ঋণ দান ও সেবা ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে র‌্যালী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে মান্দার নারী শিক্ষায় অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান জি এস বালিকা উচ্চ বিদ্যালয়ও এ দিবসটি উদ্যাপন উপলক্ষে র‌্যালীর আয়োজন করে। এতে অংশগ্রহণ করে” বিদ্যালয়টির সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা।

বালাতৈড় সিদ্দিক হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক নাজমুল হুদা নিবিড়ের সঞ্চালনায় এবং ভাঁরশো ইউপি আওয়ামীলীগের সভাপতি আলতাজ উদ্দিনের সভাপতিত্বে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঁরশো ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন, ড. মুহাম্মদ মশিউর রহমান, আলহাজ¦ মেছের আলী মাস্টার, মির্জা আব্দুর রাজ্জাক, প্রদীপ কুমার প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত থেকে সেবা প্রদান করেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের ডা. তাফসির আলম, সুজাউল গামীর, আফসানা জাহান, বৃষ্টি ও সামসুজ্জাহা উষান।

তারিখঃ-২১-০২-২০১৯ ইং

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ