২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে দেখা যায়নি সূর্যের মুখ কুয়াশায় আচ্ছন্ন

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: কুয়াশায় আচ্ছন্ন রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার ভোরেও সূর্যের মুখ দেখা যায়নি । এর আগে গতকাল শনিবারও সারাদিন সূর্য দেখা যায়নি। একারণে সর্বনিম্ন তাপমাত্রা আর সর্বোচ্চ তাপমাত্রার মাঝে খুব একটা পার্থক্য থাকছে না। দিনভর ঘনকুয়াশা আর উত্তরের হিমেল হাওয়া বইতে থাকায় প্রচন্ড ঠান্ডা অনুভুত হচ্ছে। মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তবে খেটে খাওয়া মানুষগুলো চরম কষ্টে কাজে যাচ্ছেন। ছিন্নমূল মানুষ, পথশিশু, রিকসাচালকরা বেশ বেকায়দায় পড়েছেন শীতে। ঠান্ডাজনিত রোগে হাসপাতালে শিশু ও বয়স্ক মানুষ বেশি ভর্তি হচ্ছেন ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ