সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড নিউজ ডেস্ক:অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও দারুণ জনপ্রিয়। তিনি আর কেউ নন, অভিনেতা, নির্মাতা ও নাট্যকার তৌকীর আহমেদ। সবশেষ ২০১৪ সালে ‘জলপ্রপাত’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেন তিনি। বর্তমানে তিনি চলচ্চিত্র নির্মাণে বেশি মনোযোগী হয়েছেন।
জানা গেছে, পাঁচ বছর পর আবার ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তৌকীর। নাম ‘রূপালী জ্যোৎস্নায়’। গত ১৫ ডিসেম্বর থেকে নিজের শুটিং হাউস নক্ষত্র বাড়িতে শুরু হয়েছে এর দৃশ্যধারণের কাজ। নির্মাণের পাশাপাশি নাটকটি রচনাও করেছেন তৌকীর আহমেদ।
তিনি বলেন, ‘গত কয়েকটা বছর চলচ্চিত্র নির্মাণে ব্যস্ত ছিলাম। ফলে ধারাবাহিক নিয়ে চিন্তা করার সময় পাইনি। চ্যানেল আই থেকে প্রস্তাব পাওয়ার পর মনে হয়েছে, একটা ধারাবাহিক বানানো উচিত। তাই নতুন এই নাটকের কাজটি শুরু করেছি। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
এদিকে, তৌকীর বর্তমানে জীবনানন্দ দাশকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। সব ঠিক থাকলে আগামী বছর এর শুটিং শুরু করবেন বলে জানান জনপ্রিয় এই অভিনেতা।
তৌকির আহমেদের নাট্যাভিনয়ের অভিষেক হয় আশির দশকে। তার অভিনীত প্রথম নাটক বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, নাটকটির বিষয়বস্তু ছিল দেশের তরুণ শিল্পীদের মাদক সমস্যা। ১৯৯৬ সালে তানভীর মোকাম্মেল পরিচালিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক নদীর নাম মধুমতী চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর তিনি তার শ্বশুর আবুল হায়াত পরিচালিত প্রথম নাটক হারজিত-এ অভিনয় করেন।
এতে তার বিপরীতে অভিনয় করেন তার স্ত্রী বিপাশা হায়াত। এরপর আবুল হায়াতের নির্দেশনায় এই জুটি একসঙ্গে কাজ করেন বেলি, প্রত্যাশা ও একজন অপরাধিনী নাটকে এবং দোলা ও হাসুলি ধারাবাহিক নাটকে।
পরবর্তীতে তানভীর মোকাম্মেল পরিচালিত দেশ বিভাগের প্রেক্ষাপটে নির্মিত চিত্রা নদীর পারে (১৯৯৯) এবং সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস লালসালু অবলম্বনে নির্মিত লালসালু (২০০১) চলচ্চিত্রে অভিনয় করেন।
প্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।