১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

‘সমকামী ছিলেন’ মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে

মাদারল্যান্ড নিউজ ডেস্ক:  ভারতের স্বাধীনতার স্থপতি মহাত্মা গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসেকে সমকামী হিসেবে চিহ্নিত করেছে কংগ্রেসের সহযোগী সংস্থা সেবা দল। এ সংগঠনটির প্রচারিত এক বুকলেটে নাথুরাম গডসে ও হিন্দু মহাসভার সাবেক নেতা ভিডি সাভারকারের মধ্যে ‘শারীরিক সম্পর্ক’ ছিল বলে দাবি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধম এনডিটিভি জানায়, ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সেবা দলের একটি প্রশিক্ষণ শিবিরে এ বুকলেটটি বিতরণ করা হয়। তাদের দাবি- এ বুকলেটটির তথ্য নেওয়া হয়েছে ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা বই ‘ফ্রিডম অ্যাট মিডন‌াইট’ থেকে।   বুকলেটটিতে দাবি করা হয়, ‘নাথুরাম গডসে ব্রাহ্মচর্য গ্রহণ করার আগে একবারই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন। তার একমাত্র শারীরিক সম্পর্কটি ছিল নিজের রাজনৈতিক গুরু বীর সাভারকারের সঙ্গে।’ বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল সাভারকারকে অবমাননা করার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘কংগ্রেস সাভারকারকে মুসলিম-বিরোধী হিসেবে দেখাতে চায়। সাভারকার একজন দেশভক্ত ছিলেন। কংগ্রেস একজন দেশভক্তের চরিত্র হনন করছে। কংগ্রেস কখনওই স্বাধীনতা সংগ্রামীদের পছন্দ করে না।’ এদিকে, সেবা দলের প্রধান লালজি দেশাই সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘লেখক প্রমাণের ভিত্তিতে এটি লিখেছেন। তিনি সমকামী ছিলেন কি ছিলেন না এটা গুরুত্বপূর্ণ নয়। আজ আমাদের দেশে প্রত্যেক আইনি অধিকার রয়েছে নিজেদের পছন্দ বেছে নেওয়ার। কিন্তু যা উল্লেখ করা হয়েছে তা ঐতিহাসিক তথ্য যার সমর্থনে যথাযথ তথ্যসূত্র রয়েছে। বিজেপি যাদের ‘‘হিরো’’ হিসেবে বর্ণনা করে তাদের স্বরূপ মানুষের জানা দরকার।’ বুকলেটটিতে ভারত ভাগের জন্যও সাভারকারকে দায়ী করা হয়েছে ওই বুকলেটে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ