১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ফল প্রকাশ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক:জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৯টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) বদরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ২৯টি বিষয়ের ফল প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলে কোনো প্রকার আপত্তি বা অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে। ওই সময়ের মধ্যে না জানালে পরে কোনো আপত্তি বা অভিযোগ কোনোভাই গ্রহণযোগ্য হবে না।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.nu.ac.bd এবং www.nubd.info) থেকে ফল জানা যাবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ