সর্বশেষ সংবাদ
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধিঃ-
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এম টিভি বাংলা ও জাতীয় দৈনিক প্রথম ভোর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি এবং জেলা স্বাধীন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলমগীর হোসেন সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার আমনুরা এলাকার শিমুলতলা মোড়ে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আমনুরা এলাকার সাইফুদ্দিন পাড়া গ্রামের শ্যামলী বেগমের বাসায় মামলা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক আলমগীর। কিন্তু শ্যামলী ক্যামেরার সামনে কোন বিষয়ে কথা বলবো না বলে জানায়।
ফলে সেখান থেকে ফিরে এসে শিমুলতলা মোড়ে রাত ৯ টার দিকে শাহজামালের চা দোকানে চা খাওয়ার সময় ফুড অফিস মোড়ের মোঃ মোজাহিদুল ইসলাম সেলিমের ছেলে মোঃ নিয়ামুল (২৮)’ মুঠোফোনে হুমকী দিতে থাকে এবং তারই নেতৃত্বে মৃত হাফিজের ছেলে হাসান আলী (২৪)’এবং শুভ সহ আমনুরা সাইফুদ্দিন পাড়ার বেশ কিছু বখাটে যুবক ও কুচক্রের লোকজন দোকানে প্রবেশ করে কিল ঘুষি মেরে সাংবাদিক আলমগীরের সাথে থাকা একটি ৭০ হাজার টাকা মূল্যের ক্যামেরা ও একটি স্মার্ট মোবাইল ফোনসহ নগদ ১০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এবং সাংবাদিক আলমগীরকে হুমকি দিয়ে বলে মামলা হলে খুন জখম করে ফেলবো।
এ ঘটনার পরে সাংবাদিক আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা শেষে রবিবার বিকেলে সদর মডেল থানায় হুকুমদাতা নিয়ামুলসহ মোট ৮ জনের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করে।
এ বিষয়ে আমনুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই মোঃ জাহাঙ্গীর বলেন, চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার নির্দেশ ক্রমে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ০২ জন আসামিকে গ্রেপ্তার করে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে এবং গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। এই বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান সাংবাদিক আলমগীর হোসেন কে মুঠোফনে ৯ই জুন রাত্রি (সময় ১০ঃ১০) মিনিটে আসামি পক্ষের সাথে আপোষ করার প্রস্তাব দেন ।এবং বলেন আপোষ না করিলে আসামিগন আপনার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করবেন এর পর রাত্রি কালীন সময়ে গ্রেপ্তার কৃত ০২ জন আসামি কে ছেড়েদেন। আসামি ছাড়ার বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, আসামি গ্রেপ্তার করলামই বা কখন আর ছাড়লামই বা কখন এবং আসামি গ্রেপ্তারের নিশ্চয়তা কি আমি আপনাকে প্রদান করেছি ? এর প্রতিউত্তরে সাংবাদিক মোঃ আলমগীর হোসেন বলেন আমনুরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জাহাঙ্গীর আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আমাকে। এর ফলে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ জিয়াউর রহমান সাংবাদিক আলমগীর হোসেন এর এজাহার লিপিবদ্ধ করেন। এবং সাংবাদিক আলমগীর হোসেন এর এজাহার দায়ের এর ০১ দিন পর আসামি পক্ষের মিথ্যা মামলা লিপিবদ্ধ করেন।এছাড়া ও সাংবাদিক এর উপর হামলা করার বিষয়ে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন।
প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।