২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মান্দায় পানি খাওয়ার অজুহাতে বাসায় ঢুকে ১ গৃহবধূকে হত্যার চেষ্টা!

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় পানি খাওয়ার অজুহাতে সুমি আক্তার (৩০) নামে এক গৃহবধূর বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালানো হয়েছে।

সুমি আক্তার মান্দা সদর ইউনিয়নের কয়াপাড়া-কামারকুড়ি মন্ডলপাড়া গ্রামের হারুন অর রশিদের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, গতকাল
বৃহস্পতিবার সন্ধ্যার কিছু পরে
পানি খাওয়ার অজুহাতে অজ্ঞাত এক যুবক সুমি আক্তারের বাসায় ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা গৃহবধূ সুমি আক্তারের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। এসময় বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় ছটফট করতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনার সময় সুমির স্বামী হারুন বাড়িতে ছিলেন না বলে জানান স্থানীয়রা।

সুমির শারিরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অাজ শুক্রবার সকালে তাকে দ্রুত রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ