সর্বশেষ সংবাদ
মাদারল্যান্ড বিনোদন ডেস্ক: এরইমধ্যে ২০২০ সালের একটি মাস কেটে গেল। জানুয়ারি মাসের পাঁচ শুক্রবারে দশটি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও মাত্র দু’টি মুক্তি পায়। সিনেমা হল মালিকরা দীর্ঘদিন ধরেই ব্যবসা করার মতো একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে বর্তমানে ব্যবসা তো দূরে থাক নতুন সিনেমা নিয়মিত মুক্তি পাচ্ছে না বলে আক্ষেপ ও হতাশা ব্যক্ত করেছেন প্রেক্ষাগৃহের মালিকরা। পাশাপাশি ব্যবসায়িক বিপর্যয়ের কথাও জানালেন তারা। রাজধানীর মধুমিতা সিনেমা হলের অন্যতম কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, নতুন বছর শুরু হলেও আমাদের ব্যবসার জায়গাতে কোনো পরিবর্তন আসেনি। গত মাসে নতুন সিনেমা তেমন রিলিজ হয়নি। ‘কাঠবিড়ালী’ নামে একটি সিনেমা রিলিজ হলেও এ ছবিটি ব্যবসায়িক দিক দিয়ে আমাদের আশা পূরণ করতে পারেনি। ছবির গল্প ভালো। কিন্তু দর্শকশূন্য সিনেমা হল দেখতে হয়েছে আমাদের বেশির ভাগ সময়। এভাবে তো কোনো ব্যবসা টিকতে পারেনা। আর এ ছবির দৈর্ঘ্যও কম ছিল। ভালো কাস্টিং এর ছবি দর্শকরা আগ্রহ নিয়ে দেখতে চায়। তেমন কোনো বড় বাজেটের সিনেমা গত মাসে রিলিজ না হওয়াতে অনেক লোকসান গুনতে হচ্ছে আমাদের। ভালো কনটেন্ট চাই আমরা। কোনো শোতে ৪-৫ জন দর্শক হলে আমরা শো চালানো বন্ধ করে দিচ্ছি। প্রযোজক পরিবেশক সমিতির তথ্যমতে, এ বছরের প্রথম মাসে নতুন সিনেমা মুক্তি পেয়েছে দু’টি। জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে এম সাখাওয়াত হোসেন পরিচালিত ছবি ‘জয়নগরের জমিদার’ ও নিয়ামুল মুক্তা পরিচালিত ‘কাঠবিড়ালী’। বলাকা সিনেমা হলের ম্যানেজার এস এম শাহীন বলেন, ‘কাঠবিড়ালী’ ছবিটি নিয়ে কয়েকটি জায়গায় আলোচনা হয়েছে। কিছু দর্শক ছবিটি পছন্দও করেছেন। আমরাও ছবিটি চালাচ্ছি। তবে সত্যি বলতে ব্যবসায়িক সফলতা পায়নি এ ছবিটি। পুরো মাস হতাশায় কেটেছে আমাদের। টঙ্গীর চম্পাকলী সিনেমা হলের সহকারী ম্যানেজার মকবুল হোসেন বলেন, গত এক বছরে একটি সিনেমা হিট হয়েছে। তাহলে কিভাবে দেশের প্রেক্ষাগৃহ টিকে থাকবে। এরইমধ্যে এক হাজার থেকে ১০০ সিনেমা হলে এসে ঠেকেছে। এভাবে চলতে থাকলে সিনেমা ব্যবসার জন্য এটি অশনি সংকেত ছাড়া অন্য কিছু বলার ভাষা থাকবে না আমাদের। ভালো বাজেটের ভালো গল্পের সিনেমা দরকার এখন। ফেব্রুয়ারি মাসে বড় বাজেটের বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। জানা যায়, ফাখরুল আরেফিন খানের ‘গণ্ডি’ ছবিটি আগামী শুক্রবার মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও কলকাতার সব্যসাচী চক্রবর্তী। এছাড়া নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বলে জানা যায়। শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ অভিনয় করেছেন এই ছবিতে। এদিকে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘বীর’ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গুণী নির্মাতা কাজী হায়াত ছবিটি পরিচালনা করেছেন। এ ছবির সহ-প্রযোজক ইকবাল জানান, এটি খুব শিগিগরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’, দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২, চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’, রায়হান রাফির ‘পরাণ’ নামে আরো কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এসব সিনেমা মুক্তি পেলে হয়তো প্রেক্ষাগৃহ মালিকদের হতাশা কিছুটা কাটবে বলে আশা করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।