২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বাংলাদেশ রেলের নানান দূর্ঘটনা নেপথ্যের কারিগর কারা?

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ রেলের লাইনচ্যুত হয়ে যে দূর্ঘটনা ঘটছে তার মূল কারণ কি ? কেনই বা এ ধরনের দুর্ঘটনা ঘটেছে ? যার ফলে মারা যাচ্ছে অনেক মায়ের সন্তান। বিঘ্নিত হচ্ছে টেনের সময় সূচি। ভোগান্তিতে পড়ছে হাজার হাজার যাত্রী সরকারের ক্ষতি হচ্ছে কোটি কোটি টাকা। আমি ও সূধিজন মনে করেন বাংলাদেশ রেলের ডিইএন-২পাকশী, মো: আব্দুর রহিম ও ডিআরএম /পাকশী মো : আহ্সান ভূইয়া, কর্মকর্তার অদক্ষতা ও গাফিলতির কারণেই দুর্ঘটনা গুলো ঘটছে। বর্তমানে বাংলাদেশে রেলের ডিইএন-২ পাকশী মো আব্দুর রহিম কর্মকর্তা হলেন একজন জুনিয়র অফিসার যার রেলের লাইন সম্পর্কে কোন ধারণাই নাই ও বিভাগীয় জেনারেল ম্যানেজার ডিআরএম মোঃ আহসান ভূঁইয়া ইনি রেলের ট্রাফিক সেকশন থেকে এসেছে যার ফলে লাইন সম্পর্কে তারও তেমন কোন ধারণা নেই। যদি রেলের সিভিল ইঞ্জিনিয়ার সেকশন থেকে ডিআরএম কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো তাহলে মনে হয় এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কম হতে পারতো। কারণ ইঞ্জিনিয়ার সেকশনে থাকা কর্মকর্তাদের লাইন সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা থাকে। তাই বর্তমানে কর্মরত বাংলাদেশ রেলের ডিইএন – ২ মো: আব্দুর রহিম ও ডিআরএম / পাকশী মো: আহ্সান ভুইয়া অফিসারদের অদক্ষতার কারনে এদের অতি শীঘ্রই অপসারণ দরকার। আপনারা কি মনে করেন ? সবাই মতামত জানাবেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ