১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে জঙ্গিবাদের স্হান নেই: যুবলীগ নেতা রাজীব সরকার

মাহবুব  আলম  জুয়েল,(সম্পাদক): রাজশাহী তানোর গোল্লাপাড়া বাজার মাঠে ঢাকা থেকে আগত বিশিষ্ট অভিনেতা তুষার খানের এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তানোর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন পদ্মা নদীর মাঝি ও মনপুরা চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা আহসানুল হক মিনু সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ সরকার, তালান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, থানা মহিলা লীগের সভানেত্রী সনিয়া সর্দার, আওয়ামী লীগ  সদস্য  সাবেক  সার্জেন্ট  মনির, তানোর পৌর যুবলীগের সংগ্রামী সভাপতি রাজীব সরকার হিরো, সৈনিক লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান নয়ন, তানোর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক মাহবুব আলম জুয়েল। সংবাদকর্মী, নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ।

অনুষ্ঠানে তানোর পৌর যুবলীগের সভাপতি রাজীব সরকার হিরো তার বক্তব্যে বলেন, তানোরে কোন জঙ্গিবাদের স্থান নেই। তানোর গোদাগাড়ীর ধানের শীষের প্রার্থী জঙ্গির মদদদাতা ব্যারিস্টার আমিনুল হক এদেশের মানুষের কোন কল্যাণে আসতে পারে না। সারা বিশ্বের অন্যতম জঙ্গি সদস্যদের মধ্যে ব্যারিস্টার আমিনুল হকও রয়েছে। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল ব্যারিস্টার আমিনুল হকের নেতৃত্বে। তিনি আরো বলেন তিনি মুখে অনেক মিষ্টি মিষ্টি কথা বলেন কিন্তু তানোর গোদাগাড়ীতে সন্ত্রাসী কর্মকাণ্ড তার নেতৃত্বেই গড়ে উঠেছিল । কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে সারা দেশে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস  নির্মূল হয়েছে। তানোর গোদাগাড়ী তথা দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। ফারুক চৌধুরী তানোর গোদাগাড়ীতে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দালালকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। তাই সারা দেশের ন্যায় তানোর গোদাগাড়ীতে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
থানা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও প্রদীপ সরকার তাদের বক্তব্যে বলেন, এদেশের মানুষ শান্তি চাই। ছোট শিশুরা যেন শান্তিতে লেখাপড়া করতে পারে তারা মানুষের মতো মানুষ হিসাবে গড়ে উঠতে পারে এটাই আমাদের প্রত্যাশা। বিএনপি সরকারের আমলের চেয়ে আওয়ামী লীগ সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে। মানুষ আজ বিভিন্নভাবে স্বাবলম্বী হয়েছে। মানুষের মধ্যে শান্তি বিরাজ করেছে। তাই তানোর বাসি আপনারা কোন ভুল পথে পা না বাড়িয়ে আপনাদের দেশের সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারও নৌকা মার্কায় ভোট দিন।

উক্ত অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি গম্ভীরা ও নাটক প্রদর্শনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। ভাইয়া নাটকের মাধ্যমে তারেক জিয়ার বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি লন্ডনে থেকে বাংলাদেশের যে সমস্ত কু চক্রের সঙ্গে লিপ্ত হচ্ছেন সেটাও তুলে ধরেন।
মহিলা শিল্পীরা বিধবা ভাতা, আশ্রয়ন প্রকল্প, কমিউনিটি ক্লিনিক, মাতৃকালীন ভাতা, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট কার্ড ইত্যাদি বিষয়ে শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরেন। তারা তাদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন শেখ হাসিনা সরকার জনগণের সরকার, মানুষের ভালোবাসার সরকার, মানুষের ভাগ্য উন্নয়নের সরকার।

সর্বশেষে শেখ হাসিনা জিতলে, জিতবে বাংলাদেশ  সকলকে  এ বার্তা পৌছে দিয়ে তানোর গোদাগাড়ী মানুষের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে নৌকা মার্কায় ভোট চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রকাশিত: মাদারল্যান্ড ডেস্ক।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ