২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁ শহরের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ড! মাদারল‍্যান্ড নিউজ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের ডাবপট্টি এলাকার একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সূত্র।

স্থানীয় সূত্র জানায়, শহরের ডাবপট্টি এলাকার ব্যবসায়ী মজনু রহমানের পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে সদর উপজেলার ওই বহুতল ভবনের চারতলা থেকে হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

মুহূর্তের মধ্যেই পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নওগাঁর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। এক ঘণ্টা চেষ্টার পর আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পৌরসভার মেয়র নাজমুল হক সনি।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। সবকিছু ঠিক আছে।#

 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ