১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

প্রতারক ফারুক এখন জেলে: মাদারল‍্যান্ড নিউজ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার বেলপুকুরিয়া গ্রামের মোবারক মাষ্টারের ছেলে এফ এম টেলিকম এ্যন্ড ভিডিও সেন্টার এর প্রোপাইটর মোশারফ হোসেন ফারুক(৩০) কে চেক জালিয়াতি মামলায় ১ বছরের কারাদন্ড ও ২৫ লক্ষ টাকা জরিমানা করে জেলহাজতে প্রেরুন করেছেন আদালত।

অভিযোগ সূত্রে জানা যাই, তানোর উপজেলার হরিপুর গ্রামের এমাজ উদ্দিনের ছেলে তাজমুল ইসলাম তাজের কাছ থেকে ব্যবসার জন্যে তানোর উপজেলার মোবারক মাষ্টারের ছেলে ২৪ লক্ষ্য ৮০ হাজার টাকা নেয়। নির্ধারিত সময়ে টাকা দিতে ব‍্যর্থ হলে তাজিমুল টাকার জন্য বার বার তাগিদ দেয়। টাকা না দিয়ে ফারুক নানা টালবাহানা করে। এক পর্যায়ে স্থানীয় ভাবে আপোষ মিমাংসায় বসে টাকা দিতে ব‍্যর্থ হলে  ফারুক রুপালী ব্যাংকের ২৪ লক্ষ ৮০ হাজার টাকার চেক দেয় , যার সঞ্চয়ী হিসাব নাম্বার ১২২৯৪ এবং চেক নাম্বার SBLR- ১৭৪৫০২৭ কিন্তু তাজ ব্যাংকে যাওয়ার পরে দেখে একাউন্টে কোন টাকা নাই, ফলে তাজিমুল তার সাথে যোগাযোগ করালে উল্টো তাজিমুলকেই হুমকি ধামকি দেয় ফারুক। উপায় না পেয়ে তাজ চেক ডিজঅনার করে ১৩৮ ধারায় আদালতে মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ফারুক তাজের ওপর ফৌজদারী কার্যবিধি আইনের ৯৮ ধারায় মিথ্যা মামলা করে আদালত প্রমান সাপেক্ষে মামলা নিষ্পত্তি করে দেয়। ফারুকের ওপরে তাজের কর ১৩৮ ধারার মামলার প্রমাণ সাপেক্ষে আদালত ফারুক হোসেনের ১বছর কারাদন্ড ও ২৫ লক্ষ টাকা জরিমানা করে জেল হাজতে প্রেরুন করেছেন ।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ