২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

দেশি পেঁয়াজের ফের মূল্যবৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক মাস ধরে পেঁয়াজের সংকট ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের মূল্য প্রতি কেজি প্রায় ২৭০ টাকা পর্যন্ত ওঠে। এরপর অবশ্য আমদানি বাড়ায় ও দেশের কিছু পেঁয়াজ বাজারে ওঠায় আবার পেঁয়াজের দাম কিছুটা কমে এসেছিল। কিন্তু সম্প্রতি আবার বাড়া শুরু হয়েছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম কমে ১০০ টাকায় চলে আসলেও আবার তা বাড়া শুরু করেছে। বাজারে বর্তমানে আমদানি করা পেঁয়াজ না থাকলেও সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা যায়। দেশি পেঁয়াজ ছাড়াও গত সপ্তাহে আমদানি করা পেঁয়াজের দাম কেজিপ্রতি ২২০ থেকে কমে চলে আসে ৬০ টাকায়। একইভাবে কেজিপ্রতি ১০ টাকা কমে টিসিবির ট্রাক সেলের পেঁয়াজও চলে আসে ৩৫ টাকায়। তবে আজ বাজারে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ১৪০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও দেশি নতুন পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয় ১০৫ থেকে ১১০ টাকায়। কোনো কোনো বাজারে তা ১৮০ টাকা পর্যন্ত উঠেছে। দেশি পেঁয়াজের দাম বাড়ায় নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে ক্রেতাদের মাঝে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ