সর্বশেষ সংবাদ
সোহানুল হক পারভেজ,তানোর(রাজশাহী): রাজশাহীর তানোরের কাঁমারগা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) আলাউদ্দিন আলীর চরম দৌরাত্ম্য ও দাপটে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, সম্প্রতি গ্রামের সাধারণ মানুষ আলাউদ্দিনের চরম দৌরাত্ম্য ও রাহুগ্রাস থেকে পরিত্রাণের আশায় স্থানীয় সাংসদকে (এমপি) বিষয়টি অবগত করে সরেজমিন পরিদর্শন পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবিতে আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসি অভিযোগ করে বলেন, আলাউদ্দিন আলী পূর্বপাড়ার এক বগি নেতার নেপথ্যে মদদে সাধারণ গ্রামবাসিকে জিম্মি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও তিনি তার অনুগতদের দিয়ে গ্রামের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। তারা আরো বলেন, গ্রামের শান্তিপ্রিয় সাধারণ মানুষের কাছে এখন রীতিমতো মূর্তিমান আতঙ্কের অপর নাম আলাউদ্দিন তার চরম দৌরাত্ম্য পুরো গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও গুঞ্জন বইছে।
জানা গেছে, চলতি বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আলাউদ্দিন আলী তার লাঠিয়াল বাহিনী দিয়ে মারপিট করে গ্রামের কাদের আলীর পরিবারের ৬ জন সদস্যকে গুরুত্বরভাবে জখম করেছে তারা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে কাদের আলী ও তার স্ত্রীর অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা নিশ্চিত করেছে। এ ঘটনায় কাদেরের স্বজনরা বাদি হয়ে আলাউদ্দিন আলী,আব্দুল আজিজ ও আব্দুস সালামের বিরুদ্ধে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে আলাউদ্দিন আলী তার বিরুদ্ধে করা অভিযোগ তুলে নিতে সোমবার দিবাগত রাতে কাদেরের স্বজনদের বাড়িতে গিয়ে নানা ভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেছেন। এব্যাপারে আলাউদ্দিন আলী অভিযোগ অস্বীকার করে বলেন, উভয় পক্ষের মারামারিতে উভয় পক্ষেও লোকজন আহত হয়েছে তাহলে তার একার দোষ আসছে কোনো। এব্যাপারে তানোর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে কাঁমারগা ইউপি চেয়ারম্যান মসলেম আলী প্রামানিক বলেন, মেম্বার আলাউদ্দিন আলী সন্ত্রাসী প্রকৃতির মানুষ সে তার ছোট পুত্র রনিকেও মারপিট করে জখম করেছে।
প্রকাশিত : মাদারল্যান্ড ডেস্ক
০১৭১১২৭০৪৩৩, ০১৫১১২৭০৪৩৩
এই ক্যাটাগরির আরো সংবাদপ্রকাশক ও সম্পাদক: মাহবুব আলম জুয়েল
(প্রতিনিধি, এশিয়ান টেলিভিশন)
সহ- প্রকাশক: এমদাদুল হক মন্ডল
সহ- সম্পাদক: আশরাফুল ইসলাম রনজু
নির্বাহী সম্পাদক: সাহিন সরকার রনজু
সহ বার্তা সম্পাদক: হাফিজুর রহমান কিয়াস
উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ :
(১) অধ্যক্ষ শহিদুল ইসলাম (২) প্রভাষক রাকিবুল সরকার পাপুল (৩) প্রধান শিক্ষক সুলতান আহমেদ (৪) ডাক্তার মিজানুর রহমান (৫) সহকারি শিক্ষক আব্দুল বারী
আইন উপদেষ্টা: এ্যাডভোকেট রায়হান কবির (সহকারী পাবলিক প্রসিকিউটর, রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত)
-: যোগাযোগ :-
তানোর অফিস: রাফি কম্পিউটার্স, সাব রেজিস্ট্রি অফিসের সামনে, মুন্ডুমালা রোড, তানোর, রাজশাহী।
রাজশাহী অফিস: মা কম্পিউটার, লোকনাথ স্কুল মার্কেট, হেতেমখাঁ, বোয়ালিয়া, রাজশাহী।
ফোন: ০১৭১১-২৭০৪৩৩, ০১৫১৭-০৬৩১১৭
Email: mnewsbd24.2018@gmail.com
আপনার চারপাশে ঘটে যাওয়া সকল ধরনের সংবাদ সারা বিশ্বে প্রচারে আমাদের তথ্য দিন।
আপনার প্রতিষ্ঠানটি সারা বিশ্বে পরিচিত করতে বিজ্ঞাপন দিয়ে আমাদের সহযোগিতা করুন।