২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহী মহানগর যুবলীগের নানা কর্মসূচি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

জামি রহমান,নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওই দিন ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
দিনটি উপলক্ষে নানা আয়োজন হাতে নিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ। কর্মসূচির মাঝে সকাল ৭টায় দলীয় এবং জাতীয় পতাকা উত্তলন কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়, সকাল সাড়ে নয়টায় বেলুন ও পায়ড়া উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্ধোধন করা হবে।।
সকাল ৯.৪৫ মি.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান, সকাল ১০ টায় কুমাড়পাড়াস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মাহফিল।
কর্মসূচীতে যথাযথ সময়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নগর এবং ওয়ার্ডের সকল নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ