২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

নওগাঁর মহাদেবপুরে গান্দু মোল্লা’র কুলখানী অনুষ্ঠান!

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের অন্তর্গত বিন্দারামপুর গ্রামের গান্দু মোল্লার কুলখানী অনুষ্ঠান পালিত হয়েছে।

জানাগেছে, মৃত ছরি মোল্লার পুত্র গান্দু মোল্লা বার্ধক্যজনিত কারনে এবং ব্রেইন স্ট্রোক করার পর চিকিৎসাধীন অবস্থায় ৯৮ বছর বয়সে মৃত্যু বরন করেন।

গতকাল বৃহস্পতিবার তার নিজ বাসভবন বিন্দারামপুরে দিনব্যাপী এ কুলখানী অনুষ্ঠান পালিত হয়। এতে প্রায় নিকটতম অাত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশি,হিতাকাঙ্খি, শুভাকাঙ্ক্ষী এবং শুভান্যুধায়ীসহ সহস্রাধিক অামন্ত্রিত মেহমানদের সমাগম ঘটে।

উল্লেখ্য, রমজান মাসের শেষের দিকে ঈদুল ফিতরের পূর্বে গান্দু মোল্লা মৃত্যুকালে ৫ মেয়ে এবং ১ ছেলে রেখে যান।বাবার রুহের অাত্মার রুহের মাগফিরাত কামনায় সন্তানেরাই মূলত এ কুলখানী অনুষ্ঠানের অায়োজন করেন।

শোষে গান্দু মোল্লার বিদেহী অাত্মার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।#

28/06/2019

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ