২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ত্রি-বার্ষিক সম্মেলনের লক্ষ্যে ৩০নং ওয়ার্ড উত্তর শাখায় রাব্বেল ও হান্নানের নেতৃত্বে বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আজ বুধবার বিকাল ৪টায় নতুন বুধপাড়ায় ৩০নং ওয়ার্ড (উত্তর)  আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ৩০নং ওয়ার্ড (উত্তর)  সভাপতি মো. রাব্বেল হোসেন। সভাটি সঞ্চালনা করেন ৩০নং ওয়ার্ড (উত্তর) সাধারণ সম্পাদক মো. হান্নান।  সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মো. জহিরুদ্দিন তেতু , ৩০নং ওয়ার্ড (উত্তর) সদস্য মো. লাল চান, ৩০নং ওয়ার্ড (উত্তর) ছাত্রলীগ সভাপতি হাসিবুর, মহিলা যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য, রাজশাহী মহানগর, রাজশাহী শেখ মোহাম্মদ রুবেল আলী স্বজন ,প্রচার সম্পাদক বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ,রাজশাহী মহানগর মোঃ অনিক( আসাদুল) ।  সম্মেলনকে সফল করতে একটা প্রচার মিছিল বের করা হয় বর্ধিত সভা শেষে। 

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ