২৩শে মে, ২০২৫ ইং, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বিকালে জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: বিকালে জরুরি বৈঠকে বসছে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। স্কাইপের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে খালেদা জিয়ার জামিন ও পরবর্তী আন্দোলন কর্মসূচি, নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, পিয়াজসহ দ্রব্যমূল্যের দামবৃদ্ধি, দলের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ