১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিদের দিয়ে পর্যবেক্ষণ নয়

ঢাকায় অবস্থিত বিদেশি দূতাবাসগুলোতে কর্মরত বাংলাদেশের নাগরিকরা আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবেন না। তাই বিদেশি দূতাবাস বা মিশনগুলো যাতে সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষক দলে বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে, সে ব্যাপারে বিদেশি দূতাবাসগুলোর প্রতি চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগের সন্ধ্যায় (বৃহস্পতিবার) এই চিঠি পাঠানো হয়। এর আগে নির্বাচন কমিশন জানায়, বিদেশি দূতাবাসে কর্মরত বাংলাদেশিরা ‘দেশি পর্যবেক্ষক’। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়েছে, “১ ফেব্রুয়ারির সিটি করপোরেশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য কয়েকটি মিশন পর্যবেক্ষক দল গঠন করেছে বলে জানতে পেরেছি। এ নিয়ে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে ২০১৮ সালের নির্দেশনা দূতাবাসগুলোকে স্মরণ করিয়ে দিতে চাই। যাতে বলা আছে, ‘বাংলাদেশের কোনো নাগরিক আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণে বিবেচিত হতে পারেন না’।” চিঠিতে আরও বলা হয়, ‘এই প্রেক্ষাপটে বিদেশি মিশনগুলো যেন সিটি করপোরেশন নির্বাচনের পর্যবেক্ষক দলে তাদের কর্মকর্তা হিসেবে কর্মরত বাংলাদেশের নাগরিকদের যুক্ত না করে। পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, সবগুলো বিদেশি মিশন এ বিষয়টিকে বিবেচনায় নেবে।’

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ