২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

চন্দ্রিমা থানা ওসির নেতৃত্বে মাদক সম্রাট সাগর ও তার বাবা গ্রেফতার

জামি রহমান: ১৯ নং ওয়ার্ড বাগানপাড়ার মাদক সম্রাট সাগর ও তার বাবা আমিনুল ইসলাম মিন্টু প্রমানিকে পাঁচ দিন ধরে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ.ওসির নেতৃত্বে ১৪ টা মামলার এজাহার ভুক্ত আসামী (১)নং মোঃ আমিনুল ইসলাম মিন্টু প্রমানিক(৫৫) পিতাঃ-আব্দুল প্রামানিক (২)নং মোঃ সাগর (২৭) পিতা মোঃ আমিনুল ইসলাম ও উভয় সাং – ছোটবনগ্রাম পশ্চিমপাড়া বাগানপাড়া থেকে আসামীর কাছ হইতে আট গ্রাম হিরোইন ও আশি হাজার টাকা সহ চন্দ্রিমা থানায় জিডি হয় .জিডি নং -৫২৫ও ৫২৮ তাং ১৫.০২.২০২০ অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা ও ওয়ারেন্ট ডিউটি করা কালিন এসআই/ মোঃ রাজু আহমেদ, সঙ্গীয় অফিসার এসআই/ বর্জ গোপাল কর্মকার, ফোর্স নিয়ে রাত্রী ১০টা ৪০ মিনিটে চন্দ্রিমা থানা ছোটবনগ্রাম বার রাস্তার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিক্তিতে ছোটবনগ্রাম বাগানপাড়া নাসিমের আম বাগানে দুইজন মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে হেরোইনসহ অবস্থান করছে .উক্ত সংবাদের ভিক্তিতে অফিসার ও ফোর্সসহ রাত্তি ১১টায় চন্দ্রিমা থানাধিন ছোটবনগ্রাম বাগানপাড়া নাসিমের আম বাগানে পৌঁছালে দুইজন ব্যাক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে অফিসার ও তার ফোর্স এর সহায়তায় তাদেরকে আটক করে। আটক করে উভয়ের পালানোর কারণ জিজ্ঞাস করলে সে কোন জবাব দিতে পারে না। জিজ্ঞাসাবাদে তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে। (১) মোঃ আমিনুল ইসলাম (৫৫) এর দেহ তল্লাশি করে মোঃ আমিনুল ইসলাম এর পরিধিত লুঙ্গির ডান টেমরে একটি সাদা পলিথিনের ভেতর অবৈধ নেশা ধূষর বাদমি রঙের হেরোইন পাওয়া যায়। সূত্র মতে যাহার সর্বমোট ওজন ০৫(পাঁচ) গ্রাম হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা। এবং (২)নং আসামী মোঃ সাগর (২৭) এর দেহ তল্লাশি করে তার নীল রঙের জিন্স প্যান্টের ডান পাশের পকেটে একটি সাদা পলিথিন এর ভেতর অবৈধ নেশা ধূষর বাদমি রঙের হেরোইন পাওয়া যায়। যাহার সর্বমোট ওজন ০৩(তিন) গ্রাম হেরোইন আনুমানিক বাজার মূল্য ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা। সর্বমোট হেরোইনের ওজন ০৮ (আট) গ্রাম এবং সর্বমোট হেরোইন আনুমানিক বাজার মূল্য ৮০,০০০(আশি হাজার) টাকা। রাত্রী ১১টা২৫ মিনিটে উদ্ধারকৃত হেরোইন তালিকা করা হয়। আসামী কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্র্ষদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিজ হেফাজতে রেখে মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যামাণভাবে বিক্রয় করে আসছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুম মনির বলেন, মাদকের বিরুদ্ধে আমরা সর্বাত্মক সোচ্চার, সেই লক্ষে মাননীয় পুলিশ কমিশনারের নির্দেশক্রমে চন্দ্রিমা থানা নিরলস কাজ করে যাচ্ছে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ