২১শে মে, ২০২৫ ইং, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবসে বিশাল স্মরণ সমাবেশ

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি: ২৫শে নভেম্বর ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস উপলক্ষে রাজশাহীতে বিশাল স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৩টার দিকে রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে (প্রেসক্লাব চত্ত্বর) এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য কলামিস্ট মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা।
বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য গোলাম সারওয়ার, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, শহীদ আলতাফ পরিবারের সদস্য মাসুদুর রহমান রিংকু, প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি ও মহানগর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মিন্টু এবং মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রাশেদ রিপন অতিথি হিসেবে তানোর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ।
সম্মানিত অতিথি হিসেবে অংশ নেন- মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ।
এরআগে সকালে নগরীর শ্রীরামপুর বাবলাবন এলাকায় নির্মাণাধীন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব ওমর ফারুক চৌধুরী। এসময় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, রাজশাহী প্রেসক্লাব সহ-সভাপতি আবু সালে মো. ফাত্তাহ, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু প্রমুখ উপস্থিত ছিলেন।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ