২২শে মে, ২০২৫ ইং, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ ১৫ ফেব্রুয়ারি

জামি রহমান, নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দান সংলগ্ন রাস্তায় এই সমাবেশ করবে দলটি। এই সমাবেশ নিয়ে শনিবার রাতে সভা করেছে মহানগর ওয়ার্কার্স পার্টি। নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে পার্টির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগরের সভাপতি লিয়াকত আলী লিকু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- নগর সম্পাদকমণ্ডলির সদস্য অ্যাডভোকেট আবু সাঈদ, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট ফেরদৌস জামিল টুটুল, সিরাজুর রহমান খান, আবদুল মতিন, রমজান আলী, মনির উদ্দিন পান্না, মিজানুর রহমান টুকু, মনিরুজ্জামান মনির, নাজমুল করিম অপু, মহানগর সদস্য আবদুর রহিম, সীতানাথ বণিক প্রমুখ। সভায় আগামী ১৫ ফেব্রুয়ারি দলের মহাসমাবেশ সফল করার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে হুমকি দেয়া সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। সভা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা এবং বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানিকে হত্যার তীব্র নিন্দাও জানানো হয়। এছাড়া সভায় হাসপাতালে চিকিৎসাধীন নগরীর রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু ও ওয়ার্কার্স পার্টির নগরীর ৮ নম্বর ওয়ার্ডের নেতা আবু মোহাম্মদ সুলতানুর ইসলাম লাবুুর সুস্থ্যতা কামনা করা হয়। সভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ