১৯শে মে, ২০২৫ ইং, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

গণিতের ৭ কৌশল

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অঙ্কভীতি দেখা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে যাওয়ার উপায় নেই। চলো তাই জেনে নিই অঙ্কে ভালো করার সাতটি কৌশল। জানাচ্ছেন আরিফুল ইসলাম
প্র্যাকটিস! প্র্যাকটিস!শুধু পড়ে আর শুনে অঙ্কে দক্ষ হওয়া সম্ভব নয়। এ জন্য যথেষ্ট সময় নিয়ে, মনোযোগ দিয়ে প্র্যাকটিসে বসতে হবে। যত সমাধান করবে, অঙ্ক তোমার কাছে তত বেশি পরিচিত হয়ে উঠবে। প্রতিটি অঙ্কেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। বারবার প্র্যাকটিস করলে সেগুলো তোমার কাছে সহজ হয়ে ধরা দেবে।
ভুলের খোঁজপ্রথম প্রথম ভুল হতেই পারে। তাই বলে বসে থাকলে চলবে না। বারবার প্র্যাকটিস করার পর যখন সমাধানে পৌঁছতে পারবে, তখন ভুলগুলোর দিকেও একবার চোখ বুলিয়ে নিয়ো। তাহলে ভুলের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবে। পরের বার ভুল করতে গেলেও দেখবে ধরা পড়ছে।
মুখস্থে মানাঅঙ্ক মুখস্থ করার জিনিস নয়। তাই কোনো অঙ্কের সমাধান করতে পারলে সেটা মুখস্থ করতে যেয়ো না; বরং এ ধরনের অঙ্ক আরো বেশি কষতে থাকো।
বোঝার চেষ্টাএমনও হয়, তুমি কোনো অঙ্কের একটা অংশের সমাধান করেছ ঠিকই, কিন্তু পরবর্তী অংশে আর আগাতে পারছ না। অনেককেই এমন পরিস্থিতিতে অঙ্কটি পাশ কাটাতে দেখা যায়। তুমি কিন্তু তা কোরো না; বরং বারবার চেষ্টা করতে থাকো, যেন এর শেষ দেখতে পারো! প্রয়োজনে কোনো সহপাঠীর কিংবা শিক্ষকের সহায়তা নাও। মনে রেখো, যথেষ্ট সময় ও ধৈর্য রেখে অঙ্ক কষা শিখতে হয়।
আগ্রহের দামঅঙ্ক অনেকটা খেলার মতো। যদি আগ্রহ থাকে, তাহলে দেখবে বারবার ভুল হলেও শেষ পর্যন্ত ঠিকঠাক সমাধানে পৌঁছতে পেরে কেমন আনন্দ হচ্ছে তোমার! তাই এটিকে স্রেফ পরীক্ষায় পাস করার জন্য কোনোমতে শিখতে যেয়ো না।
অঙ্কের অভিধানভাবছ অঙ্কের অভিধান আবার কী? শোনো, কষতে বসে যদি কোনো নতুন টার্ম কিংবা শব্দের সঙ্গে পরিচিত হও, তাহলে সেটি আলাদা খাতায় লিখে নিয়ো। পাশে সেগুলোর ব্যাখ্যাও লিখে রেখো। তাহলে পরবর্তী সময়ে বুঝতে সুবিধা হবে তোমার।
বাস্তবজীবনে প্রয়োগশুধু পরীক্ষায় পাসের জন্য নয়, বরং বাস্তবজীবনেও কাজে লাগাও অঙ্ককে। যত বেশি অঙ্ক তোমার জানা থাকবে, দেখবে সেগুলো তোমাকে জীবনের চলতি পথে কত সহজভাবে দারুণ সব সমাধান এনে দেবে।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ