২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

আন্দোলনের কর্মসূচি সময়মতো দেব : মওদুদ

মাদারল্যান্ড নিউজ ডেস্ক: আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, কর্মসূচি সময়মতো দেব। এখনও আন্দোলনের উপযুক্ত সময় আসেনি বলেও তিনি জানান।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ লেবার পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন।
প্রতিটি ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ আস্তে আস্তে শিথিল হচ্ছে জানিয়ে তিনি বলেন, সংবিধান অনুযায়ী যে সরকার বলা হয়, বর্তমান আওয়ামী লীগ সরকার সেই সরকার না। এই সরকার অনির্বাচিত সরকার।
দেশের মানুষ এখন অতিষ্ঠ, তারা পরিবর্তন চায়। এই পরিবর্তন যত শিগগিরই আসবে, দেশের জন্য ততই মঙ্গল বলেও মন্তব্য করেন বিএনপির এই নীতিনির্ধারক।
মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া উচিত জানিয়ে মওদুদ বলেন, আমি আশা করছি সুপ্রিম কোর্ট আগামী শুনানিতে তাকে জামিন দেবেন। যদি না দেন, তাহলে মনে করতে হবে রাজনৈতিক কারণে তাকে জামিন দেয়া হচ্ছে না। দেশের স্বার্থে ভারতের সাথে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিও করেন মওদুদ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ