২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

তানোরে পুকুর থেকে ৩৭৫ গুলি উদ্ধার। মাদারল‍্যান্ড নিউজ

তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোর উপজেলার একটি পুকুরে পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৫ রাউন্ড গুলি পাওয়া গেছে। এঘটনায় তানোর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। প্রত্যক্ষদর্শি ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের মালশিরা গ্রামের আবদুস সাত্তার ওই গ্রামের একটি খাস পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।
(আজ) গতকাল সোমবার বেলা ১১টার দিকে মাছ ধরতে জাল ফেলা হলে পলিথিনে মোড়ানো অবস্থায় গুলিগুলো পানি থেকে জালে উঠে আসে। পরে তানোর থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে হয়তো গুলিগুলো পুকুরে লুকিয়ে রাখা হয়েছিল। তিনি বলেন ওই গুলিগুলো এখন আর রাইফেলে ব্যবহার হয় না। তিনি বলেন এবিষয়ে তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রকাশিত: মাদারল‍্যান্ড ডেস্ক

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ