২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে সভাপতির উপর হামলা

স্টাফ রিপোর্টাররাজশাহী নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে সংগঠনের সভাপতিকে অতর্কিত আক্রমণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত্রে ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতি জানান, শুক্রবার দুপুরের পর স্থানীয় কয়েকজন যুবক নিজেদের যুবলীগের কর্মী দাবি করে ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় তালা ঝুলিয়ে দেয়। মতি কথা না বাড়িয়ে মহানগরের নেতাদের সাথে কথা বলে ও চন্দ্রিমা থানায় গিয়ে অভিযোগ করেন। ওইদিন সন্ধ্যার পর চন্দ্রিমা থানা থেকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে পুলিশ ফিরে যাওয়ার সাথে সাথে রাতের আধারে একদল যুবক মতির উপর ধারালো অস্ত্রসহ অতর্কিত হামলা করে। এসময় চাকুর আঘাতে তার মাথা ও হাত কেটে যায়। কোনমতে ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচে মতি। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চন্দ্রিমা থানায় গিয়ে এ বিষয়ে আবারো অভিযোগ করেন। চন্দ্রিমা থানা পুলিশের কর্মকর্তাদের দেয়া তথ্যমতে, তেরা অভিযোগটা পেয়েছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আশ্বাস প্রদান করেছেন থানা কর্তৃপক্ষ।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ