২০শে মে, ২০২৫ ইং, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে জিলক্বদ, ১৪৪৬ হিজরী

স্বাস্থ্যসেবা কর্মসূচি কার্যক্রম-২০২০

জামি রহমান ,নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য সেবা দিতে ছয়টি জেলায় শুরু হয়েছে “কমিউনিটি সেইফ হেল্থ পাইলট প্রকল্প” স্বাস্থ্যসেবা কর্মসূচি কার্যক্রম-২০২০। বাংলাদেশ সরকারের পাশাপাশি একমাত্র বেসরকারি উদ্যোগে স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা কর্মসূচি চালু করেছেন এইচ.এ.এম.এ. ট্রেনিং ফাউন্ডেশন। “কমিউনিটি সেইফ হেল্থ পাইলট প্রকল্পের ” পরিচালক, ডাঃ মোঃ আবু সালেহ বলেন, অসুস্থ্য ও দুস্থ্য মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, পাবনা, মাগুরা, জেলা সমূহের ৪০ টি উপজেলায় নিয়োগ প্রক্রিয়া কাজ চলছে। আগামী ০১ জানুয়ারি-২০২০ ইং তারিখ হইতে স্বাস্থ্য সেবা প্রদান করা হইবে, স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য বীমা কর্মসূচি ২৪ মাস প্রাথমিক ভাবে পরিচালনা করা হবে। একটি সদস্য এক বছরে তার চিকিৎসার জন্য সর্বমোট ২০,০০০/- টাকা মূল্যের চিকিৎসা গ্রহণ করিতে পারিবেন এবং এক লাখ টাকার জীবন বীমা প্রদান করা হইবে। এই কার্যক্রম বাস্থ্যবায়ন করতে সহযোগিতা করবেন আরো সাতটি প্রতিষ্ঠান যথা- সহজ গ্রুপ অফ প্রাইভেট কোম্পানি লিঃ, আছিয়া মেডিকেল সেন্টার, অঞঘ মেডিকেয়ার, দৈনিক এই বাংলা, সাপ্তাহিক সহজ বার্তা, মাসিক স্বাস্থ্য বার্তা, প্রটেক্ট্রিভ লাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ, জেনিথ লাইফ ইনসুরেন্স কোম্পানি লিঃ, জি.এস ল্যাবরেটরিজ, এমি ল্যাবরেটরি, ঢাকা ফার্মাসিটিক্যালস, সহ স্থানীয় ডায়াগনস্টিক সেন্টার। গ্রাহক একটি হেল্থ কার্ড সংগ্রহের মাধ্যমে প্রতিষ্ঠানের চুক্তিকৃত ডায়াগনস্টিক সেন্টার/প্রতিষ্ঠান হইতে সেবা গ্রহন করিবে। এছাড়া প্রতিটি গ্রামে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হইবে। সংশ্লিষ্ট ক্লিনিক হইতে গ্রাহক ৩০% ডিসকাউন্ট গ্রহণ করিবেন, মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখানোর জন্য গ্রাহকের কাজ হইতে কোন প্রকার ফি গ্রহণ করা হইবে না। গ্রাহক সেবা গ্রহন করার জন্য প্রতিষ্ঠনের মেডিকেল ক্যাম্প হইতে সর্বমোট ১৫০০/- টাকার ঔষধ ক্রয়ের মাধ্যমে সেবা গ্রহণ করিলে, প্রতি মাসে চারবার প্রাথমিক চিকিৎসা প্রদান করা হইবে। এই সেবা প্রদানকারী কর্মীদের বাংলাদেশ অল্টারনেটিভ মেডিকেল বোর্ড এর সহযোগিতায় দুটি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রদান করা হইবে। এতে বৃদ্ধি পাবে কর্মসংস্থান, দূর হবে বেকারত্ব, সহজেই মিলবে চিকিৎসা।

Share Button


     এই ক্যাটাগরির আরো সংবাদ